Advertisement

বিশ্ব

PM Modi At G7 Summit: ইতালিতে মোদীকে স্বাগত জানালেন মেলোনি, দেখুন PHOTOS

Aajtak Bangla
  • কলকাতা ,
  • 14 Jun 2024,
  • Updated 10:39 PM IST
  • 1/10

জি৭ শীর্ষ সম্মেলনে যোগ দিতে ইতালির আপুলিয়ায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

  • 2/10

জি৭ মোদী বলেন,'প্রযুক্তি যাতে সমাজের সব অংশের মানুষের কাছে পৌঁছয়, তা নিশ্চিত করেছি আমরা। সামাজিক অসাম্যও দূর করেছি। এটা আমাদের ইচ্ছা নয়, বরং দায়িত্ব'।

  • 3/10

আর্টিফিসিয়াল ইনটেলিজেন্স নিয়েও সরকার কাজ করছে বলে জানালেন মোদী। সেই সঙ্গে তাঁর ঘোষণা, AI for All মন্ত্র নিয়ে উদ্যোগ শুরু হয়েছে।

  • 4/10

ইতালিতে G7 শীর্ষ সম্মেলনের মাঝে পোপ ফ্রান্সিসের সঙ্গে দেখা করলেন প্রধানমন্ত্রী মোদী।

  • 5/10

মোদীকে স্বাগত জানান ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি।

  • 6/10

করজোড়ে দুই নেতা পরস্পরের সঙ্গে সৌজন্য বিনিময় করেন। তারপর রীতি মেনে আনুষ্ঠানিক ছবিও তোলেন। তার আগে ইতালিতে একাধিক রাষ্ট্রনেতার সঙ্গে বৈঠক করেন মোদী। লোকসভা ভোটের পর এটাই প্রধানমন্ত্রীর প্রথম বিদেশ সফর।  

  • 7/10

জি৭ শীর্ষ সম্মেলনে পৌঁছানোর আগে ফরাসি রাষ্ট্রপতি ইমানুয়েল মাকরঁ, ব্রিটিশ প্রধানমন্ত্রী ঋষি সুনাক এবং ইউক্রেনের রাষ্ট্রপতি ভলদিমির জেলেনস্কির সঙ্গে দেখা করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ।

  • 8/10

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে বৈঠক করেন প্রধানমন্ত্রী।

  • 9/10

ব্রিটেনের প্রধানমন্ত্রী ঋষি সুনকের সঙ্গেও কথা হয়েছে মোদীর। 

  • 10/10

প্রধানমন্ত্রী মোদী এবং ফরাসি রাষ্ট্রপতি ইমানুয়েল মাকরেঁর মধ্যে বৈঠক নিয়ে বিদেশ মন্ত্রক বলেছে যে ভারত এবং ফ্রান্সের মধ্যে শক্তিশালী এবং নির্ভরযোগ্য কৌশলগত অংশীদারিত্ব স্থিতিশীল এবং সমৃদ্ধ বিশ্বের জন্য গুরুত্বপূর্ণ। দুজন নেতাই 'মেক ইন ইন্ডিয়া'-কে আরও বৃহত্তর আঙিনায় নিয়ে যেতে আগ্রহী। সেজন্য প্রযুক্তি ও প্রতিরক্ষা সহায়তা বাড়ানো নিয়ে কথা হয়েছে। 

Advertisement
Advertisement