Advertisement

বিশ্ব

কাজে এলেন না 'বন্ধু' মোদীও, মাত্র ২২% এনআরআই ভোট পাচ্ছেন ট্রাম্প

Aajtak Bangla
  • 15 Oct 2020,
  • Updated 8:40 PM IST
  • 1/8

আর এক মাসও বাকি নেই। আগামী ৩ নভেম্বর বিশ্বের সবচেয়ে শক্তিশালী দেশের প্রেসিডেন্ট নির্বাচন। আর এই হাইপ্রফাইল ভোট ঘিরে এখন উত্তাল গোটা মার্কিন মুলুক। দ্বিতীয়বার প্রেসিডেন্টের আসনে বসতে মরিয়া ট্রাম্প। করোনা থেকে সুস্থ হয়ে উঠে ঝড় তুলেছেন নির্বাচনী প্রচারে। তবে খুব একটা স্বস্তিতে নেই বর্তমান মার্কিন প্রেসিডেন্ট।

  • 2/8

এমনিতেই প্রথম থেকে জনপ্রিয়তার দৌড়ে ট্রাম্পের থেকে এগিয়ে রয়েছেন প্রতিদ্বন্দ্বী ডেমোক্র্যাট প্রার্থী জো বাইডেন। সময় যত যাচ্ছে বাইডেনের জনপ্রিয়তাও বাড়ছে। এরমধ্যে সাম্প্রতিক সমীক্ষা আরও অস্বস্তি বাড়িয়ে দিল ডোনাল্ড ট্রাম্পের। 
 

  • 3/8


এবারের নির্বাচনে এনআরআই ভোট টানতে ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ভূয়সী প্রশংসা করেছিলেন ডোনাল্ড ট্রাম্প। কিন্তু দেখা যাচ্ছে ইন্দো-মার্কিন জনতা বাইডেনকেই প্রেসিডেন্ট হিসাবে পছন্দ করছেন।

  • 4/8

সমীক্ষা বলছে ৬৮% ইন্দো-মার্কিন জনতা বিডেনের পক্ষে ভোট দিতে চলেছেন। মাত্র ২২ %  ট্রাম্পকে পুনরায় প্রেসিডেন্টের পদে দেখতে চান। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে পরম বন্ধু  বললেও ট্রাম্পকে পছন্দ করছেন না এনআরআই-এর দল।
 

  • 5/8

জন হপকিন্স বিশ্ববিদ্যালয়, পেনসিলভানিয়া বিশ্ববিদ্যালয়, কার্নেগি এনডাওমেন্ট ফর ইন্টারন্যাশনাল পিস-সহ একাধিক প্রতিষ্ঠানের সমীক্ষার দেখা যাচ্ছে, প্রতিষ্ঠান বিরোধিতার কারণে ট্রাম্পকে খুব কম সংখ্যক ইন্দো-মার্কিনই ফের প্রেসিডেন্ট পদে দেখতে চান।
 

  • 6/8

প্রায় ৪১ লক্ষ ভারতীয় বংশোদ্ভূতের বসবাস আমেরিকায়। এই  ইন্দো-আমেরিকানদের মন জয় করতে ভারতীয় বংশোদ্ভূত কমলা হ্যারিসকে উপরাষ্ট্রপতি পদে প্রার্থী করেছে ডেমোক্র্যাটরা। আর সেই রণকৌশল যে কাজে  এসেছে তা দেখা যাচ্ছে সমীক্ষার ফলেই।
 

  • 7/8

ভারতীয় বংশোদ্ভূতরা বরাবরই ডেমোক্র্যাটদের পক্ষে ভোট দিয়ে এসেছেন। ২০০৮ সালে ৯৩ শতাংশ এনআরআই বারাক ওবামাকে ভোট দিয়ে প্রেসিডেন্ট করেছিলেন।
 

  • 8/8

এদিকে সমীক্ষা বলছে  প্রেসিডেন্ট নির্বাচনে আফ্রো-আমেরিকানদের  ৭৯ শতাংশ সমর্থন পেতে চলেছেন জো বাইডেন ।
 

Advertisement
Advertisement