Advertisement

বিশ্ব

পোশাক বিতর্কে বিশ্বের কনিষ্ঠতম প্রধানমন্ত্রী, জবাব দিলেন নেটিজেনরা

Aajtak Bangla
  • 16 Oct 2020,
  • Updated 7:14 PM IST
  • 1/8

পোশাক বিতর্কে ফিনল্যান্ডের প্রধানমন্ত্রী সানা মারিন। মাত্র ৩৫ বছরের সানা দেশের সরকারের ইতিহাসে  সর্বকনিষ্ঠ হিসাবে প্রধানমন্ত্রীর আসনে বসেছেন। 

  • 2/8

গত বছর  ডিসেম্বরে জোট সরকার ফিনল্যান্ডের ক্ষমতায় এসেছে। সোশ্যাল ডেমোক্র্যাটরা অল্পবয়সি পরিবহণমন্ত্রী সানা মারিনকেই প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত করেন। 

  • 3/8

সেই সানাই নেট দুনিয়ে ঝড় তুলেছেন তাঁর সম্প্রতি ফটোশ্যুটের কারণে। যেখানে 'লো-কাট' জ্যাকেট পরার তাঁকে নিয়ে শুরু হয় সমালোচনা। একটি ম্যাগাজিনের জন্য ছবি তুলেছিলেন ফিনল্যান্ডের সুন্দরী প্রধানমন্ত্রী। কিন্তু তরুণী প্রধানমন্ত্রীর এই হট লুক নিয়ে অনেকেই সমালোচনা শুরু করেন। 

  • 4/8

তবে নেটদুনিয়ার সমর্থন পেয়েছেন সানা। যে ম্যাগাজিনের জন্য সানা ফটোশ্যুট করেন সেখানে লেখা হয়, "প্রধানমন্ত্রী সানা মারিন আধুনিক যুগের আদর্শ নারীর প্রকৃত উদাহরণ।"

  • 5/8

সোশ্যাল মিডিয়ায় সানা ট্রোল হতেই ময়দানে নামেন নেটিজেনরা। সানার সমর্থনে একের পর এক  'লো-কাট' জ্যাকেট নিজেদের ছবি পোস্ট করতে থাকেন পুরুষ-মহিলা নির্বিশেষে তাঁর অনুগামীরা। তাঁকে নিয়ে #ISupportSannaMarin এবং  #ImWithSanna ট্রেন্ড করতে থাকে ট্যুইটারে। 

  • 6/8

সম্প্রতি ১৬ বছরের এক কিশোরীর হাতে এক দিনের জন্য নিজের দায়িত্ব তুলে দিয়ে খবর এসেছিলেন সানা।  নারী অধিকার রক্ষা প্রচার অভিযান সকলের সামনে তুলে ধরতেই এই পদক্ষেপ নেওয়া হয়েছিল সেই দেশে।

  • 7/8

বংশে তিনিই প্রথম পেরিয়েছিলেন বিশ্ববিদ্যালয়ের গণ্ডি। তখনও কেউ ভাবতে পারেননি একদিন দেশের প্রধানমন্ত্রী হবেন সানা। সেই অসম্ভবকেই সম্ভব করে দেখিয়েছেন শ্রমিক পরিবারের মেয়েটি।

  • 8/8

দীর্ঘদিন ধরে লিভ ইন করার পরেই চলতি বছর পার্টনার মার্কাস রাইক্কোনেনের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন সানা।

Advertisement
Advertisement