প্রেমিকের সঙ্গে শারীরিক সম্পর্ক রয়েছে বিবাহিতা মহিলা। সেই খবর সামনে আসতেই ইন্দোনেশিয়ায় এক মহিলাকে প্রকাশ্যে ১৭ বার বেতের আঘাত করার অভিযোগ।
মেইল অনলাইনের খবর অনুযায়ী, স্থানীয় শরিয়া আইনে প্রেমিক দম্পতিকে ১৭টি বেত্রাঘাতের শাস্তি দেওয়া হয়েছে। পুলিশ অফিসারদের উপস্থিতিতেই এ ঘটনা ঘটে।
সাজা ঘোষণার সময়ও বিপুল সংখ্যক মানুষ উপস্থিত ছিলেন। অনেককেই ফোনে ঘটনা রেকর্ড করতে দেখা গেছে।
মহিলাকে মারার পরে তিনি কাঁদতে থাকেন। কিন্তু ১৭ বার বেতের আঘাত শেষ না হওয়া পর্যন্ত কেউ এগিয়ে আসেননি।
আচেহ ইন্দোনেশিয়ার একমাত্র প্রদেশ যেখানে শরিয়া আইন প্রযোজ্য। সেখানেই এই ঘটনা ঘটে।
সাজার আগে ওই নারীকে সাদা ইসলামিক পোশাক পরানো হয়েছিল। এর পর তাঁকে মাটিতে বসতে বলা হয় এবং তখন আরেকজন মহিলা তাঁকে একের পর এক ১৭টি বেত্রাঘাত করেন।
ইন্দোনেশিয়ার আচেহ শহরে অনেক ধরনের অপরাধের জন্য শরিয়া আইনে বেত্রাঘাতের শাস্তি দেওয়া হয়।
উদাহরণস্বরূপ মদ্যপান, সমকামিতা, বিয়ের আগে বা পরে অন্য কোনও মহিলা বা পুরুষের সঙ্গে শারীরিক সম্পর্কের ক্ষেত্রে চাবুক ব্যবহার করা হয়।