শপিং মলে মহিলাদের ট্রায়াল রুমে লুকানো ক্যামেরা। পোশাক বদলাতে গিয়ে বিষয়টি নজরে আসে এক মহিলার। তারপরেই তিনি সোশ্যাল মিডিয়ায় বিষয়টি নিয়ে অভিযোগ করেন।
ডেইলি মেলের রিপোর্ট অনুযায়ী, ঘটনাটি ক্যালিফোর্নিয়ার। সেখানে ভিনটেজ ফেয়ার মলে কাপড় কেনার পরে পোশাক বদলাতে যান এক মহিলা।
কিন্তু সেখানে গিয়ে তিনি দেখেন ট্রায়াল রুমে এক ক্যামেরা রয়েছে। আয়নার দিকে তাকালেই ক্যামেরাটি নজরে আসছিল।
এর পরেই ওই মহিলা ক্যামেরার ছবিটি তোলেন । টিকটকে একটি ভিডিও পোস্ট করে ঘটনাটি সম্পর্কে বলেন।
২৭ বছর বয়সী ওই মহিলার নাম নেলি ভ্যালেন্সিয়া। ট্রায়াল রুমে ঢুকে তিনি প্রথম ক্যামেরাটি দেখতে পান।
টিকটকে তাঁর ভিডিওটি প্রচুর মানুষ দেখেন। যা মুহূর্তের মধ্যে কার্যত ভাইরাল হয়ে যায়।
নেলি জানান, পোশাক বদলানোর সময়ে ক্যামেরা দিয়ে তাঁকে দেখা হয়েছে।
ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়ার পর ওই শপিং মলের তরফে বিবৃতি দেওয়া হয়।
সেখানে ওই মল কর্তৃপক্ষ জানায়, আমরা আপনাকে আশ্বস্ত করতে চাই যে এই ক্যামেরাটি আগের ব্র্যান্ডের এবং এটি সক্রিয় নয়। আমরা এটাও স্থায়ীভাবে সরিয়ে দিচ্ছি।
তবে বিষয়টি ঘিরে অনেকেই উদ্বেগ প্রকাশ করেছেন। কারণ ওই শপিং মলে অনেকেই যাওয়া আসা করতেন।