Advertisement

2000 Year Old Hair Comb Found: এই চিরুনি তৈরি মানুষের মাথার খুলি দিয়ে, ২ হাজার বছরের প্রাচীন, VIRAL

2000 Year Old Hair Comb Found: বারহিল গ্রামে তিন বছর থেকে খনন কার্য চলেছে। যা ২০১৮তে শেষ হয়। সেখানে একাধিক পুরনো জিনিস পাওয়া গিয়েছে। এটি প্রায় সাড়ে ৭০০ বিসি থেকে এডি ৪৩ পর্যন্ত সময়ের। অর্থাৎ লৌহযুগ সময়ের। যে চিরুণির কথা বলা হচ্ছে সেটি ২ ইঞ্চি লম্বা। এর মধ্যে এক ডজন দাঁত রয়েছে। আর কী রয়েছে তাতে?

মানুষের মাথার খুলি দিয়ে তৈরি করা
Aajtak Bangla
  • নয়াদিল্লি,
  • 03 Mar 2023,
  • अपडेटेड 1:12 PM IST
  • খননে মিলল ২০০০ বছরের পুরনো চিরুণি
  • মানুষের মাথার খুলি দিয়ে তৈরি
  • গবেষণা চলছে চিরুণি নিয়ে

2000 Year Old Hair Comb Found: সাধারণভাবে প্রাচীন চিরুনি কাঠ বা ধাতু দিয়ে তৈরি হতো। কিন্তু এখন পুরাতত্ত্ববিদরা একটা এমন চিরুনি পেয়েছেন যে বিষয়েটি সবাইকে অবাক করে দিয়েছে। এই চিরুণি মানুষের মাথার খুলি দিয়ে তৈরি করা হয়েছিল। এটি প্রাচীন দু'হাজার বছর পুরনো। এটি ইংল্যান্ডের কেমব্রিজশায়ারে মজুত বারহিল গ্রামে পাওয়া গিয়েছে।

বারহিল গ্রামে তিন বছর থেকে খনন কার্য চলেছে। যা ২০১৮তে শেষ হয়। সেখানে একাধিক পুরনো জিনিস পাওয়া গিয়েছে। এটি প্রায় সাড়ে ৭০০ বিসি থেকে এডি ৪৩ পর্যন্ত সময়ের। অর্থাৎ লৌহযুগ সময়ের। যে চিরুণির কথা বলা হচ্ছে সেটি ২ ইঞ্চি লম্বা। এর মধ্যে এক ডজন দাঁত রয়েছে। এটি মিউজিয়াম অফ লন্ডন আর্কিওলজি (MOLA)তে রাখা হয়েছে। পুরাতত্ববিদরা এই বিষয়টির নাম দিয়েছেন হিল কোম্ব (Hill Comb)।

আরও পড়ুনঃ কাঁকড়ার হানা কিউবায়, মাঠ-ঘাট-বাড়ি-রাস্তায় দাপিয়ে বেড়াচ্ছে কাঁকড়া

বারহিল গ্রামে হওয়ায় খননকার্য প্রায় ২ লক্ষ ৮০ হাজার প্রাচীন বস্তু পাওয়া গিয়েছে। যাতে এখনও পর্যন্ত খোঁজ চলছে। আপাতত এই চিরুণির ব্যবহার নিয়ে আর্কিওলজিস্টরা পুরোপুরি নিশ্চিত নন। এর ব্যবহার, চুল আঁচড়ানোর জন্য হত, বা সাজসাজ্জার উদ্দেশ্যে ব্যবহার করা হতো বা এটি তাবিজের মত করা হতো, এ বিষয়টি এখনও নিশ্চিত নয়। তাবিজের বিষয়টি মাথায় আসে, তার কারণ চিরুনির ঠিক মাঝখানে একটা গোল ফুটো রয়েছে। অবশ্য সেটি ধরার সুবিধার জন্যও হতে পারে।

সমাজে এই চিরুণির গুরুত্ব ছিল

এটি দেখে পুরাতত্ত্ববিদেরা অনুমান করেছেন যে লৌহযুগের লোকেরা কীভাবে মানুষের শরীরের অবশিষ্টাংশকে ব্যবহার করতেন। এর মধ্যে কিছু পরম্পরাও হতে পারে, প্রাচীন বস্তু নিয়ে গবেষণাকারী মাইকেল মার্শাল বলেছেন যে বারহিল চিরুনি থেকে মনে হচ্ছে যে এটি লৌহযুগে বেশ গুরুত্বপূর্ণ স্থান পেয়েছিল। এটি স্থানীয় সম্প্রদায়ের মধ্যে শক্তিশালী বস্তু বলে মনে করা হতো। এমনটাই মনে হচ্ছে।

Advertisement

এর আগে বার পাওয়া গেছে এই জিনিস

মাইকেল বলেছেন যে এই চিরুনির কারণে লোক নিজেদের প্রয়াত পূর্বপুরুষদের স্মরণ করতেন বা এটি কোনও দুরাত্মা বা তন্ত্র-মন্ত্র থেকে বাঁচার জন্য ব্যবহার করতে পারেন বা এটা হতে পারে যে এটি চুল আঁচড়ানোর জন্যই ব্যবহার করা হতো।এখান থেকে আরও দুটি এই রকমের বস্তু পাওয়া গিয়েছে ১৯৭০ এবং ২০০০ সালে। 

 

Read more!
Advertisement

RECOMMENDED

Advertisement