Advertisement

শুধু আজকের দিনেই সূর্যের আলো পান বিশ্বের ৯৯% মানুষ, অবাক করা তথ্য

কলম্বিয়া ইউনিভার্সিটির সেন্টার ফর ইন্টারন্যাশনাল আর্থ সায়েন্স ইনফরমেশন নেটওয়ার্কের বিজ্ঞানীরা জানাচ্ছেন, ২০২২ সালে সূর্য কোন সময় সবচেয়ে বেশি আলো দেয়, সেই বিষয়ে গবেষণা করেছেন। তাতে দেখা গিয়েছে,৮ জুলাই ১১:১৫ ইউটিসি-তে মাত্র ৮ কোটি মানুষের কাছে রাত থাকে। ৭.৭ বিলিয়ন মানুষ এই সময় আলো পান।

ছবি সূত্র - Timeanddate.com
Aajtak Bangla
  • দিল্লি,
  • 08 Jul 2022,
  • अपडेटेड 9:06 PM IST
  • সূর্যের আলো নিয়ে নতুন তথ্য
  • উঠে এসেছে নয়া গবেষণায়
  • জেনে নিন গোটা বিষয়টি

আজ অর্থাৎ ৮ই জুলাই ২০২২, সরাসরি সূর্যের আলো পান বিশ্বের ৯৯ শতাংশ মানুষ। UTC আন্তর্জাতিক সময় সকাল ১১টা ১৫ মিনিটে। ভারতীয় সময় বিকেল ৪টা ৪৫ মিনিটে। কিন্তু মধ্যে সত্যতা কতোটা? চলুন বিষয়টি জেনে নেওয়া যাক।

কলম্বিয়া ইউনিভার্সিটির সেন্টার ফর ইন্টারন্যাশনাল আর্থ সায়েন্স ইনফরমেশন নেটওয়ার্কের বিজ্ঞানীরা জানাচ্ছেন, ২০২২ সালে সূর্য কোন সময় সবচেয়ে বেশি আলো দেয়, সেই বিষয়ে গবেষণা করেছেন। তাতে দেখা গিয়েছে,৮ জুলাই ১১:১৫ ইউটিসি-তে মাত্র ৮ কোটি মানুষের কাছে রাত থাকে। ৭.৭ বিলিয়ন মানুষ এই সময় আলো পান।

বিশ্বের সবচেয়ে জনবহুল স্থানগুলি, উত্তর আমেরিকা, দক্ষিণ আমেরিকা, ইউরোপ, আফ্রিকা এবং এশিয়ার অন্তর্ভুক্ত। সেখানেই সর্বাধিক সূর্যালোক পড়ে। আর কম আলো পৌঁছায় অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, দক্ষিণ-পূর্ব এশিয়ার কিছু অংশ এবং অ্যান্টার্কটিকায়। অর্থাৎ, এটি এমন একটি সময় যখন সূর্যের আলো সরাসরি পৃথিবীর সমস্ত মহাদেশে পড়ে। সূর্যের আলো পৃথিবীর সবচেয়ে জনবহুল এলাকাগুলি জুড়ে থাকে।

৮ জুলাই ২০২২-এ, বিশ্বের ৮৩ শতাংশ মানুষ সরাসরি সূর্যের আলো পান। ১৬ শতাংশ মানুষ পরোক্ষে সূর্যের আলো পান, আর বাকিরা পান না। এটি একটি বড় আবিষ্কার বলে মনে করছেন বিজ্ঞানীরা। প্রযুক্তিগতভাবে বলতে গেলে, ২১শে জুনের তুলনায় ৮ই জুলাইতেই বেশি মানুষের কাছে সূর্যের আলো পৌঁছায়।

আরও পড়ুন১৬ তারিখ কর্কটে প্রবেশ সূর্যের, শিবের কৃপায় উন্নতি ৫ রাশির

 

Read more!
Advertisement

RECOMMENDED

Advertisement