দেশ ছেড়ে পালানোর পর প্রকাশ্যে এলেন আশরফ গনি (Afghanistan President Ashraf Ghani)। তিনি একটি ভিডিও বার্তা দিয়েছেন। কেন দেশ ছেড়েছিলেন, তার কারণ ব্য়াখ্যা করেছেন। তিনি দেশের মানুষের কাছে বার্তা দিয়েছেন। টাকাপয়সা নিয়ে পালালনি তিনি।
কী বললেন গনি
রবিবার আফগানিস্তান চলে গিয়েছে তালিবানদের হাতে। জানা গিয়েছিল, আশরফ গনি (Afghanistan President Ashraf Ghani) দেশ ছেড়ে পালিয়ে গিয়েছেন। তিনি কোথায় গিয়েছেন, সে ব্য়াপারে নির্দিষ্ট কোনও তথ্য পাওয়া যায়নি। তিনি সংযুক্ত আরব আমিরশাহি (UAE) থেকে বার্তা দিয়েছেন।
তবে সেই জল্পনার অবসান হল এদিন। আশরাফ গনি জানিয়েছেন, তিনি দেশ না ছাড়লে তাঁকে খুন করে দেওয়া হত। তালিবান (Taliban)-দের দখলের পর তিনি কাবুলে থাকলে তাঁকে মেরে ফেলা হত। তিনি প্রচুর অর্থ নিয়ে দেশ ছেড়েছেন বলে যা বলা হচ্ছে, তা একেবারেই ভুল।
কোথায় তিনি
দেশ ছেড়ে যাওয়ার পর তাঁর হদিশ মিলছিল না। তিনি কোথায় আশ্রয় নিয়েছেন, সে ব্য়াপারে নির্দিষ্ট কোনও তথ্য পাওয়া যায়নি। বলা হচ্ছিল, তিনি গাড়িতে টাকা ভরে নিয়ে দেশ ছেড়েছেন। তবে সেই জল্পনার অবসান ঘটল এই ভিডিও-বার্তায়।
আর কী জানালেন?
তিনি আফগানিস্তানের মানুষকে আরও বলেছেন, তালিবানদের সঙ্গে কথা বলে কোনও সমাধান পাওয়া যেত না। কোনও গোলমাল যাতে না হয়, তাই তিনি দেশ ছেড়েছেন। নিরাপত্তার কারণে তিনি দেশ ছেড়েছেন। তিনি বলেন, আমি আমার দেশের মানুষকে রক্তক্ষয়ী যুদ্ধে থেকে দূরে সরিয়েছি। তিনি আফগান সেনা এবং নিরাপত্তারক্ষাদের ধন্যবাদ জানিয়েছেন।
রয়েছেন আরব আমিরশাহিতে
এখন তিনি রয়েছেন সংযুক্ত আরব আমিরশাহিতে। সে দেশের বিদেশমন্ত্রক এ বিষয় স্বীকার করেছে। বুধবার তারা এক বিবৃতিতে এই কথা জানিয়ে দিয়েছে। মানবিকতার কারণে তাঁকে সেখানে আশ্রয় দেওয়া হয়েছে।
আফগানিস্তানের পরিস্থিতি ক্রমেই খারাপ হচ্ছে। মানুষের মধ্যে প্রবল আতঙ্ক রয়েছে। সেখানে থাকা বিদেশি নাগরিক, সেদেশের বাসিন্দা দ্রুত আফগানিস্তান ছাড়তে চাইছেন। সোমবার কাবুল আন্তর্জাতিক বিমানবন্দরের যে ছবি দেখা গিয়েছে, তা ভাবা যায় না।
কাতারে কাতারে মানুষ
হয়রান হয়ে যেতে হপবে সেই ছবি দেখে। মনে হবে কোনও মেলা বসেছে বা কোনও উৎসব চলছে। এক মানুষ সেখানে। তাঁরা যেনতেনপ্রকারেণ বিমান ধরতে চান। আর ফিরে যেতে চান নিজের দেশে। আর তাই শুরু হয়ে ধাক্কাধাক্কি, ঠেলাঠেলি।
ভিড়ের ছবি
আফগানিস্তানের স্থানীয় সংবাদমাধ্যমে সেই ছবি ধরা পড়েছে। তারা বিভিন্ন ছবি, ভিডিও টুইট করেছে। সেই ভিডিওতে দেখা যেতে পারে কী ভাবে মানুষ ভিড় জমাচ্ছে সেখানে। নিজের ব্য়াগ নিয়ে এ দিক থেকে সে দিকে ঘুরে বেরাচ্ছেন। আর খোঁজ করছেন যদি বিমানের টিকিট পাওয়া যায়।