Advertisement

Social Media Age: ফেসবুক, ইনস্টাগ্রামের জন্য আসছে ন্যূনতম বয়সের আইন, বড় সিদ্ধান্ত অস্ট্রেলিয়ার

ষোলো বছরের কম বয়সীদের জন্য সোশ্যাল মিডিয়া নিষিদ্ধ করতে পারে অস্ট্রেলিয়া। বৃহস্পতিবার সরকারের নয়া সিদ্ধান্তের কথা জানালেন প্রধানমন্ত্রী অ্যান্থনি অ্যালবানিজ। তিনি জানিয়েছেন, তাঁর সরকার ১৬ বছরের কম বয়সী শিশুদের জন্য সোশ্যাল মিডিয়া নিষিদ্ধ করবে। এর জন্য আইন প্রণয়ন করা হবে।

সোশ্যাল মিডিয়া অ্যাপের জন্য নয়া আইন আনছে অস্ট্রেলিয়া।
Aajtak Bangla
  • কলকাতা,
  • 08 Nov 2024,
  • अपडेटेड 12:37 PM IST

ষোলো বছরের কম বয়সীদের জন্য সোশ্যাল মিডিয়া নিষিদ্ধ করতে পারে অস্ট্রেলিয়া। বৃহস্পতিবার সরকারের নয়া সিদ্ধান্তের কথা জানালেন প্রধানমন্ত্রী অ্যান্থনি অ্যালবানিজ। তিনি জানিয়েছেন, তাঁর সরকার ১৬ বছরের কম বয়সী শিশুদের জন্য সোশ্যাল মিডিয়া নিষিদ্ধ করবে। এর জন্য আইন প্রণয়ন করা হবে।

এক সংবাদ সম্মেলনে অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী বলেন, সোশ্যাল মিডিয়া আমাদের শিশুদের ক্ষতি করছে। এখন এটা বন্ধ করার সময় এসে গিয়েছে।

এই নিষেধাজ্ঞার মধ্যে কোন কোন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম অন্তর্ভুক্ত হবে, তারও উল্লেখ করেছেন অ্যান্থনি সরকারের মন্ত্রী। 

এই বছরই সংসদে

চলতি বছরই অস্ট্রেলিয়ার সংসদে এই সংক্রান্ত আইন পাশের চেষ্টা করবে সরকার। আইন পাশের ১২ মাস পর সেটা কার্যকর হবে। 

সোশ্য়াল মিডিয়া কোম্পানিগুলিকে বাড়তি দায়িত্ব

১৬ বছরের কম বয়সী শিশুরা যাতে সোশ্য়াল মিডিয়া ব্যবহার করতে না পারে, তার দায়িত্ব নিতে হবে সংস্থাদেরই। এমনটাই জানালেন অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী। অর্থাৎ সোশ্যাল মিডিয়া কোম্পানিগুলিকেই এই সংক্রান্ত নির্দেশনা প্রদান করবে সেদেশের সরকার। 

কোন কোন প্ল্যাটফর্ম এর আওতায় আসতে পারে?

সেদেশের কমিউনিকেশন মন্ত্রী মিশেল রোল্যান্ড জানিয়েছেন মেটার ফেসবুক ও ইনস্টাগ্রামের জন্য এই নিয়ম কার্যকর হবে। সেই সঙ্গে টিকটক ও এক্স-ও এই তালিকায় আছে। এর বাইরে সম্ভবত ইউটিউবের ক্ষেত্রেও এমন নিয়ম থাকতে পারে। তবে এখনও পর্যন্ত এই চার প্রতিষ্ঠানের তরফে এই বিষয়ে কোনও মন্তব্য পাওয়া যায়নি। 

বিশ্বের অনেক দেশেই এমন আইন

অস্ট্রেলিয়াই যে প্রথম এমন আইন আনছে, সেটা ভাবলে ভুল করবেন। গত বছর ফ্রান্সে ১৫ বছরের কম বয়সী শিশুদের জন্য সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম নিষিদ্ধ করার প্রস্তাব করা হয়েছিল।

Advertisement

মার্কিন যুক্তরাষ্ট্র দীর্ঘকাল ধরেই ১৩ বছরের কম বয়সী শিশুদের জন্য ডেটা অ্যাক্সেসের ক্ষেত্রে মা-বাবার পারমিশন আবশ্যিক করেছে। আর সেই কারণেই, সেদেশে অনেক সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে কম বয়সী শিশুদের অ্যাক্সেস সীমিত। 

এই বিষয়ে আপনার কী মতামত? শিশুদের কি সোশ্যাল মিডিয়ায় অ্যাক্সেস সীমিত করা উচিত? কমেন্টে জানান আপনার মতামত।

Read more!
Advertisement

RECOMMENDED

Advertisement