Advertisement

BRICS-এ অঘটন! চিনের প্রেসিডেন্টের সহকারীকে আটকে দিলেন নিরাপত্তারক্ষীরা! দেখুন Video

সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া একটি ভিডিওতে শি জিনপিংকে বেশ শান্তভাবেই হলের দিকে হেঁটে যেতে দেখা যাচ্ছে। হলে প্রবেশের সময় তিনি এগিয়ে যান। তাঁর এক সহায়ক পিছন পিছন আসছিলেন। তাঁকে আটকে দেওয়া হয়। 

হতচকিত জিনপিং
Aajtak Bangla
  • জোহানেসবার্গ,
  • 23 Aug 2023,
  • अपडेटेड 11:20 PM IST
  • চিনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের এক সহায়ককে রুখে দিলেন নিরাপত্তা আধিকারিকরা।
  • রীতিমতো ধাক্কা দিয়ে আটকে দেওয়া হয় তাঁকে।
  • ঘটনার সময় একটি হলে প্রবেশ করছিলেন তিনি। প্রসঙ্গত, দক্ষিণ আফ্রিকার জোহানেসবার্গে ব্রিকস সম্মেলন চলছে।

১৫তম ব্রিকস সম্মেলন চলছে। আর সেখানেই ঘটল বড় অঘটন। চিনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের এক সহায়ককে রুখে দিলেন নিরাপত্তা আধিকারিকরা। রীতিমতো ধাক্কা দিয়ে আটকে দেওয়া হয় তাঁকে। ঘটনার সময় একটি হলে প্রবেশ করছিলেন তিনি। প্রসঙ্গত, দক্ষিণ আফ্রিকার জোহানেসবার্গে ব্রিকস সম্মেলন চলছে।

সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া একটি ভিডিওতে শি জিনপিংকে বেশ শান্তভাবেই হলের দিকে হেঁটে যেতে দেখা যাচ্ছে। হলে প্রবেশের সময় তিনি এগিয়ে যান। তাঁর এক সহায়ক পিছন পিছন আসছিলেন। তাঁকে আটকে দেওয়া হয়। 

হলের প্রবেশপথেই নিরাপত্তা কর্মীরা দাঁড়িয়েছিলেন। তাঁরাই দ্রুত ওই ব্যক্তিকে আটকে দেন। সম্ভবত চিন সরকারের কোনও উচ্চপদস্থ কর্তা-আমলা তিনি।

শুধু রুখে দেওয়াই নয়। দ্রুত দরজাও বন্ধ করে দেন নিরাপত্তা কর্মীরা। সেই সময়ে পিছন ফিরে তাকান জিনপিং। তাকিয়ে দেখেন দরজা বন্ধ। গোটা ঘটনায় বেশ বিভ্রান্ত হয়ে যান তিনি। 

ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায়। অনেকে নাশকতা রুখে দেওয়া হয়েছে ভেবে বসেন। কিন্তু আদতে তেমন কিছুই নয়। রাশিয়ার রাষ্ট্র-চালিত সংবাদমাধ্যম রাশিয়া টুডে ওরফে আরটি একটি টুইটে জানায়, চিন সরকারের এক আধিকারিক স্যান্ডটন কনভেনশন সেন্টারে শি জিনপিংয়ের সঙ্গে প্রবেশ করছিলেন। তাঁর থেকে বেশ কিছুটা পিছিয়ে ছিলেন। সেই সময়েই এই অঘটন ঘটে। তাঁকে সন্দেহ করে বসেন নিরাপত্তা কর্মীরা। 

এর আগে বুধবার, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জোহানেসবার্গে ১৫তম ব্রিকস শীর্ষ সম্মেলনের পূর্ণাঙ্গ অধিবেশনে ভাষণ দেন। প্রধানমন্ত্রী বেশ কিছু পরামর্শ পেশ করেন। ব্রিকস (ব্রাজিল-রাশিয়া-ভারত-চিন-দক্ষিণ আফ্রিকা) দেশগুলির মধ্যে সহযোগিতা আরও বৃদ্ধি করার জন্য কিছু সুপারিশ করেন তিনি। ব্রিকস মহাকাশ গবেষণা কনসোর্টিয়াম প্রতিষ্ঠারও পরামর্শ দেন প্রধানমন্ত্রী। 

Advertisement

Read more!
Advertisement

RECOMMENDED

Advertisement