ব্রিটেনের রাজা তৃতীয় চার্লস (King Charles) ক্যান্সার (Cancer) আক্রান্ত। জানিয়ে দিয়েছে বাকিংহাম প্যালেস। এই দুঃসংবাদের পরেই ব্রিটেনজুড়ে শোকের ছায়া। আজ অর্থাত্ মঙ্গলবার রাজা তৃতীয় চার্লসের দ্রুত আরোগ্য কামনা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আনুষ্ঠানিক ভাবে ব্রিটেনের রাজা হওয়ার ৬ মাসের মধ্যেই ক্যান্সার আক্রান্ত তৃতীয় চার্লস।
রাজা তৃতীয় চার্লসের বয়স ৭৫ বছর। গতমাসেই হাসপাতালে ভর্তি হয়েছিলেন তিনি। তিনদিন ছিলেন হাসপাতালে। তবে ঠিক কী হয়েছে রাজার, তা জানা যায়নি সঠিক ভাবে। অবশেষে বাকিংহাম প্যালেসে অফিসিয়ালি জানাল, রাজা তৃতীয় চার্লস ক্যান্সার আক্রান্ত। আপাতত কোনও জনসমারহে তিনি যোগ দিতে পারবেন না।
গত বছর সেপ্টেম্বর মাসে রানি দ্বিতীয় এলিজ়াবেথের মৃত্যুর পরেই উত্তরাধিকার সূত্রে রাজা হয়েছিলেন চার্লস। রাজপাট দখলের আনুষ্ঠানিকতাটুকু বাকি ছিল। অবশেষে প্রায় আট মাস পরে ২০২৩ সালের ৭ মে ব্রিটেন ও ১৪টি কমনওয়েলথভুক্ত দেশের রাজা হিসাবে অভিষেক হয় তৃতীয় চার্লসের। ৭৪ বছর বয়সি তৃতীয় চার্লসই ব্রিটেনের রাজপরিবারের ইতিহাসে প্রবীণতম হিসাবে অভিষিক্ত।
প্রাথমিক ভাবে শোনা গিয়েছিল, রাজা তৃতীয় চার্লস প্রস্টেট ক্যান্সারে আক্রান্ত। কিন্তু বাকিংহাম প্যালেসের বিবৃতিতে জানানো হয়েছে, তাঁর শরীরে ক্যান্সারের বাসা বাঁধার ঘটনাটি পৃথক সমস্যা। তবে চার্লস ঠিক কোন ধরনের ক্যানসারে আক্রান্ত, সে বিষয়ে কিছু বলা হয়নি।