Advertisement

China Defence Minister: দু'সপ্তাহ ধরে নিখোঁজ চিনের প্রতিরক্ষামন্ত্রী, 'গুম' করা হয়েছে? জল্পনা তুঙ্গে

চিনের প্রতিরক্ষামন্ত্রীকে খুঁজে পাওয়া যাচ্ছে না। হঠাৎ করেই লোকচক্ষুর আড়ালে চলে গেছেন। ৫৭ বছর বয়সী এই নেতা প্রায় ২৩ দিন ধরে নিখোঁজ।  তার সবশেষ আনুষ্ঠানিক কর্মসূচি ছিল গত ২৫ জুন। চিনা মন্ত্রীর এই আকস্মিক অন্তর্ধান নিয়ে অনলাইনে নানা ধরনের জল্পনা-কল্পনা শুরু হয়েছে। লি শাংফু, যাকে দুই সপ্তাহেরও বেশি সময় ধরে জনসমক্ষে দেখা যায়নি, তাকে তদন্তের আওতায় আনা হয়েছে।

ফাইল ছবি।
Aajtak Bangla
  • দিল্লি ,
  • 15 Sep 2023,
  • अपडेटेड 1:02 PM IST
  • চিনের প্রতিরক্ষামন্ত্রীকে খুঁজে পাওয়া যাচ্ছে না। হঠাৎ করেই লোকচক্ষুর আড়ালে চলে গেছেন।
  • ৫৭ বছর বয়সী এই নেতা প্রায় ২৩ দিন ধরে নিখোঁজ।

চিনের প্রতিরক্ষামন্ত্রীকে খুঁজে পাওয়া যাচ্ছে না। হঠাৎ করেই লোকচক্ষুর আড়ালে চলে গেছেন। ৫৭ বছর বয়সী এই নেতা প্রায় ২৩ দিন ধরে নিখোঁজ।  তার সবশেষ আনুষ্ঠানিক কর্মসূচি ছিল গত ২৫ জুন। চিনা মন্ত্রীর এই আকস্মিক অন্তর্ধান নিয়ে অনলাইনে নানা ধরনের জল্পনা-কল্পনা শুরু হয়েছে। লি শাংফু, যাকে দুই সপ্তাহেরও বেশি সময় ধরে জনসমক্ষে দেখা যায়নি, তাকে তদন্তের আওতায় আনা হয়েছে।

মার্কিন যুক্তরাষ্ট্রের মতে, শাংফুকে প্রতিরক্ষা মন্ত্রী হিসাবে তার দায়িত্ব থেকেও প্রত্যাহার করা হয়েছে। এক্স-কে নিয়ে, জাপানে মার্কিন রাষ্ট্রদূত রহম ইমানুয়েল লিখেছেন, "প্রেসিডেন্ট শি'র মন্ত্রিসভা লাইনআপ এখন আগাথা ক্রিস্টির উপন্যাস 'এন্ড তারপর সেখানে কেউ নেই'-এর মতো।"

"প্রথম, বিদেশমন্ত্রী কিন গ্যাং নিখোঁজ হন, তারপর রকেট ফোর্সের কমান্ডাররা নিখোঁজ হন এবং এখন প্রতিরক্ষামন্ত্রী লি শাংফুকে দুই সপ্তাহ ধরে জনসমক্ষে দেখা যায়নি," তিনি লিখেছেন।

জুলাই মাসে চিনের পররাষ্ট্রমন্ত্রী কিন গ্যাং নিখোঁজ হওয়ার পর শাংফুর অনুমিত নিখোঁজ হয়। প্রায় দুই মাস আগে, চিনা প্রেসিডেন্ট শি জিনপিং পিপলস লিবারেশন আর্মি রকেট ফোর্স থেকে দুই শীর্ষ জেনারেলকে অপসারণ করেছিলেন, একটি অভিজাত বাহিনী যা দেশের প্রচলিত এবং পারমাণবিক ক্ষেপণাস্ত্রের তদারকি করে।

গুঞ্জন রয়েছে, প্রেসিডেন্ট সি চিন পিং পররাষ্ট্রমন্ত্রীসহ সরকারের উচ্চপর্যায়ের বেশ কয়েকজন শীর্ষস্থানীয় কর্মকর্তাকে সরিয়ে নতুন নিয়োগ দেওয়ার পর থেকে জেনারেল লি শাংফুকে প্রকাশ্যে দেখা যায়নি।

নতুন এই রদবদলে বাদ পড়েছিলেন পররাষ্ট্রমন্ত্রী কিন গ্যাং। একের পর এক কর্মকর্তার ‘নিখোঁজ’ বিষয়ে জাপানে নিযুক্ত মার্কিন কূটনীতিক রাহ ইমানুয়েল ‘এক্স’ হ্যান্ডলে (সাবেক টুইটার) লিখেছিলেন, প্রথমে পররাষ্ট্রমন্ত্রী কিন গ্যাং নিখোঁজ হলেন, এরপর রকেট ফোর্স কমান্ডাররাও নিখোঁজ। আর এখন দুই সপ্তাহ ধরে প্রতিরক্ষামন্ত্রী লি শাংফুকে প্রকাশ্যে দেখা যাচ্ছে না। জাপানে নিযুক্ত মার্কিন দূত বলেন, কে জিতবে এই বেকারত্বের দৌড়ে? চীনের তারুণ্য নাকি সির মন্ত্রিসভা/#মিসটারিইনবেইজিংবিল্ডিং’। গত ২৯ আগস্ট জেনারেল লিকে শেষবার প্রকাশ্যে দেখা যায়। বেজিংয়ে অনুষ্ঠিত তৃতীয় চীন-আফ্রিকা শান্তি ও নিরাপত্তা ফোরামে বক্তব্য দেন তিনি।

Advertisement

 

 

 

TAGS:
Read more!
Advertisement

RECOMMENDED

Advertisement