Advertisement

Dead Sea-র সামনে নগ্ন হয়ে ছবি তুললেন ৩০০ নারী-পুরুষ, কেন?

মৃত সাগরে পরিবেশগত দুর্যোগের বিষয়ে দৃষ্টি আকর্ষণ করতেই প্রায় ৩০০ স্বেচ্ছাসেবকের এই উদ্যোগ। বিনা পোশাকে শরীরে সাদা রং করে ফটোশ্যুট করেন তাঁরা। পুরুষদের পাশাপাশি এতে অংশ নেন মহিলারাও। স্বেচ্ছাসেবকদের ছবি তুলেছেন মার্কিন ফটোগ্রাফার স্পেন্সর টিউনিক। তিনি বিশ্বের বিভিন্ন জায়াগায় এই ধরণের ফটোশ্যুট করেছেন। 

মৃত সাগরের পাশে নগ্ন ফটোশ্যুট
Aajtak Bangla
  • দিল্লি,
  • 20 Oct 2021,
  • अपडेटेड 5:30 PM IST
  • মৃত সাগরের পাশে নগ্ন ফটোশ্যুট
  • অংশ নিলেন ৩০০ স্বেচ্ছাসেবক
  • গায়ে ছিল সাদা রং

পরিবেশগত দুর্যোগের দিকে দৃষ্টি আকর্ষণের জন্য অভিনব পন্থা নিলেন ইজরায়েলের ৩০০ পুরুষ ও মহিলা স্বেচ্ছাসেবক। সবাই বিনা পোশাকে ও গায়ে সাদা রং করে ফটোশ্যুট করলেন মৃত সাগর বা ডেড সি-এর (Dead Sea) কাছে। 

মূলত মৃত সাগরে পরিবেশগত দুর্যোগের বিষয়ে দৃষ্টি আকর্ষণ করতেই প্রায় ৩০০ স্বেচ্ছাসেবকের এই উদ্যোগ। বিনা পোশাকে শরীরে সাদা রং করে ফটোশ্যুট করেন তাঁরা। পুরুষদের পাশাপাশি এতে অংশ নেন মহিলারাও। স্বেচ্ছাসেবকদের ছবি তুলেছেন মার্কিন ফটোগ্রাফার স্পেন্সর টিউনিক। তিনি বিশ্বের বিভিন্ন জায়াগায় এই ধরণের ফটোশ্যুট করেছেন। 

স্পেন্সর টিউনিক জানাচ্ছেন, "এটা আমার কাছে একটা ভাল অভিজ্ঞতা। আমি এখানে এসে সবসময় খুশি থাকি। মধ্যপ্রাচ্যের একমাত্র দেশে, যেখানে এই ধরণের শিল্পের অনুভূতি পাওয়া যায়।" ২০১১ সালেও এই এলাকায় ফটোশ্যুট করেছিলেন তিনি। 

এক সংবাদ সংস্থা জানাচ্ছে, রবিবার সমস্ত স্বেচ্ছাসেবক অরাদ শহরের বাইরে একটি মরুভূমিতে একত্রিত হন। তাঁদের শরীরে সাদা রঙ করা ছিল। তাঁরা কোনওরকম পোশাকও পরে ছিলেন না। প্রায় ৩ ঘণ্টা ধরে চলে শ্যুটিং। সেই শ্যুটিং-এ ক্যামেরার সামনে পোজ দিতে দেখা যায় স্বেচ্ছাসেবকদের। তাঁরা মনে করছেন এর ফলে মৃত সাগরকে সংরক্ষণ করার বিষয়ে মানুষের দৃষ্টি আকর্ষণ করা যাবে। 

ইজরায়েলের (Israel)পর্যটন মন্ত্রকের আশা, এই শৈল্পিক স্থাপনাটি এই অঞ্চলে দর্শনার্থীদের আকর্ষিত করবে। করোনা মহামারীর প্রাদুর্ভাবের পর থেকে ইজরায়েল বহিরাগত পর্যটকদের জন্য অনেকাংশে বন্ধ রয়েছে। কিন্তু টিকা নিয়েছেন এমন মানুষদেরকে ধীরে ধীরে স্বাগত জানানো হচ্ছে।


 

Read more!
Advertisement

RECOMMENDED

Advertisement