Advertisement

Earthquake in Chile: সাত সকালে তীব্র ভূমিকম্পে কাঁপল চিলি, রিখটার স্কেলে কম্পনমাত্রা ৭.৩

সাত সকালে তীব্র ভূমিকম্পে কাঁপল চিলি। ভারতীয় সময় অনুযায়ী শুক্রবার সকালে, উত্তর চিলির আন্তোফাগাস্তা শহর কেঁপে ওঠে। ইউরোপীয়-ভূমধ্যসাগরীয় সিসমোলজিক্যাল সেন্টার (EMSC) জানিয়েছে, রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল ৭.৩।

ভূমিকম্প (প্রতীকী ছবি)
Aajtak Bangla
  • দিল্লি,
  • 19 Jul 2024,
  • अपडेटेड 8:31 AM IST

সাত সকালে তীব্র ভূমিকম্পে কাঁপল চিলি। ভারতীয় সময় অনুযায়ী শুক্রবার সকালে, উত্তর চিলির আন্তোফাগাস্তা শহর কেঁপে ওঠে। ইউরোপীয়-ভূমধ্যসাগরীয় সিসমোলজিক্যাল সেন্টার (EMSC) জানিয়েছে, রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল ৭.৩।

কম্পনের কেন্দ্রস্থল ছিল উপকূলীয় শহর আন্তোফাগাস্তা থেকে ১৬৪ মাইল (২৬৫ কিলোমিটার) পূর্বে, ৭৮.৫ মাইল (১২৬ কিলোমিটার) গভীরতায়। চিলির পাশাপাশি কেঁপে ওঠে বলিভিয়া এবং আর্জেন্তিনাও। বাকি দুই দেশেও কম্পন অনুভূত হয়।

তবে ভূমিকম্পের পর তাৎক্ষণিকভাবে কোনও প্রাণহানি বা সম্পদের ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। এএফপি জানিয়েছে, এখনও পর্যন্ত সুনামির কোনও সতর্কতা জারি করা হয়নি।

চলতি বছরের জানুয়ারিতে, ৫.৩ মাত্রার একটি ভূমিকম্প উত্তর চিলির তারাপাকা অঞ্চলে ১১৮ কিলোমিটার গভীরে আঘাত হানে।

আসলে চিলি প্রশান্ত মহাসাগর তথাকথিত "রিং অফ ফায়ার"-এ অবস্থিত এবং ঘন ঘন ভূমিকম্প হয়। ২০১০ সালে, একটি ৮.৮ মাত্রায় ভূমিকম্প হয়েছিল এবং পরবর্তী সুনামিতে ৫২৬ জন প্রাণ হারান।

Read more!
Advertisement

RECOMMENDED

Advertisement