Advertisement

কাবুল বিমানবন্দরের পরপর ৫টি রকেট হানা, প্রতিহত করল আমেরিকা

যত দিন যাচ্ছে ততই অশান্ত হয়ে উঠছে তালিবানের দখলে থাকা কাবুল। গত কয়েকদিনে একাধিক বোমা বিস্ফোরণ হয়েছে কাবুলে। যার জেরে মৃত্যু হয়েছে অনেকের। তার জের কাটতে না কাটতেই এবার কাবুল বিমানবন্দরে পরপর ৫টি রকেট হানা। যদিও তা প্রতিহত করে দেয় আমেরিকার প্রতিরক্ষা বাহিনী।

কাবুল বিমানবন্দর
Aajtak Bangla
  • দিল্লি,
  • 30 Aug 2021,
  • अपडेटेड 11:44 AM IST
  • যত দিন যাচ্ছে ততই অশান্ত হয়ে উঠছে তালিবানের দখলে থাকা কাবুল
  • সোমবার কাবুল বিমানবন্দরে পরপর ৫টি রকেট হানা
  • যদিও তা প্রতিহত করে দেয় আমেরিকার প্রতিরক্ষা বাহিনী

যত দিন যাচ্ছে ততই অশান্ত হয়ে উঠছে তালিবানের দখলে থাকা কাবুল। গত কয়েকদিনে একাধিক বোমা বিস্ফোরণ হয়েছে কাবুলে। যার জেরে মৃত্যু হয়েছে অনেকের। তার জের কাটতে না কাটতেই এবার কাবুল বিমানবন্দরে পরপর ৫টি রকেট হানা। যদিও তা প্রতিহত করে দেয় আমেরিকার প্রতিরক্ষা বাহিনী। 

আরও পড়ুন : তিনি HOT, সেই কারণেই নাকি...., আজব দাবি যুবতীর
 

সোমবার সকালে কাবুল বিমানবন্দরের উপর ৫টি রকেট নিক্ষেপ করার চেষ্টা করা হয়। তবে মার্কিন মিসাইল ডিফেন্স সিস্টেম সেগুলিকে আটকে দেয়। যদিও এতে কেউ হতাহত হননি বলে খবর। আর এই ঘটনার সত্যতা স্বীকার করে নিয়েছে ওয়াশিংটন। 

রকেট হানার পরের ছবি

জানা গিয়েছে, প্রথম মিসাইল হানা হয় সকাল ৬টা ৪০ মিনিট নাগাদ। তারপর একের পর এক হামলা শুরু হয়। এর মধ্যে একটি মিসাইল একটি ঘরের মধ্যে গিয়ে পড়ে। সেই ঘরের ক্ষতি হয়। স্থানীয় সংবাদমাধ্যমে প্রকাশিত খবর অনুযায়ী, কাবুল বিমানবন্দরের কাছে থাকা এক বিশ্ববিদ্যালয় থেকে একটি রকেট ছোড়া হয়েছিল। যার মাধ্যমে রকেট ছোড়া হয় সেটি জ্বলে যায়। আর বেশ কয়েকটি রকেট পরপর প্রতিহত করে দেয় কাবুল এয়ার ফিল্ডের ডিফেন্স সিস্টেম।

 

প্রসঙ্গত, ৩১ অগাস্টের মধ্যে আমেরিকার সেনাকে কাবুল ছাড়তে হবে। আর তার আগে কাবুলে ব্যাপক উত্তেজনা রয়েছে। একের পর এক হামলা হচ্ছে। সেই জন্য কাবুল বিমানবন্দর ও তার চারপাশে হাই অ্যালার্ট জারি করা হয়েছে। 

আরও পড়ুন : ব্যারাকপুরে রাজ চক্রবর্তীর উপর হামলার অভিযোগ, চাঞ্চল্য

সম্প্রতি এক হামলায় কাবুলে থাকা ১৩ জন মার্কিন জওয়ান মারা যান। তার পাল্টা জবাব দেয় আমেরিকা। রবিবার তারা এয়ারস্ট্রাইক করে। তার জেরে বেশ কয়েকজন মারা যান। আমেরিকার তরফে জানানো হয়, ISIS-K- জঙ্গিদের প্রতিহত করতে এই হামলা চালানো হয়েছিল। 

Advertisement

Read more!
Advertisement

RECOMMENDED

Advertisement