Advertisement

COVID-19 Investigations Report: উহানের ল্যাব থেকে Coronavirus লিক? WHO-র রিপোর্টের পরেই ক্ষুব্ধ চিন

China on COVID19: ঝাও বলেন, 'ল্যাব-লিক তত্ত্ব সম্পূর্ণ ভাবে চিন-বিরোধী প্রচার ও রাজনৈতিক উদ্দেশ্যে তৈরি করা। এর সঙ্গে বিজ্ঞানের কোনও যোগ নেই। বিজ্ঞানসম্মত ভাবে তদন্ত হোক, আমরা সর্বদা পাশে আছি। যতটা পারবো ডেটা শেয়ার করে তদন্তে সহযোগিতা করব।'

ফাইল ছবি: APফাইল ছবি: AP
Aajtak Bangla
  • জেনেভা,
  • 13 Jun 2022,
  • अपडेटेड 3:01 PM IST
  • চিনের ক্ষোভ প্রকাশ
  • 'চিন-বিরোধী ষড়যন্ত্র'
  • WHO রিপোর্ট কী বলছে?

করোনা ভাইরাস (COVID-19) সংক্রমণ যখন থেকে শুরু হয়েছে, তখন থেকেই একটি তত্ত্বও বিশ্বে চলেছে। তা হল, উহানে চিনা গবেষণাগার থেকেই লিক হয় Corona নামে এই মারণ ভাইরাসটি। করোনা কী ভাবে বিশ্বে ছড়াল, তা নিয়ে ইতিমধ্যেই তদন্ত চালাচ্ছে বিশ্বস্বাস্থ্য সংস্থা (WHO)। WHO তাদের রিপোর্টে জানিয়েছে, গবেষণাগার থেকেই Corona ভাইরাস লিক হয়েছে কি না, অত্যন্ত গভীরে গিয়ে তদন্ত সাপেক্ষ। আগে থেকেই কিছু বলা ঠিক নয়।

চিনের ক্ষোভ প্রকাশ

আরও পড়ুন

WHO-র এই রিপোর্টের পরেই তীব্র ক্ষোভ প্রকাশ করল চিন। চিনের বিদেশমন্ত্রকের মুখপাত্র ঝাও লিজিয়ান বিশ্বস্বাস্থ্য সংস্থাকে টার্গেট করে বলেন, করোনা ভাইরাস কীভাবে ছড়ালো, তা নিয়ে তদন্তে চিন সহযোগিতা করেনি, এটা সম্পূর্ণ ভুল অভিযোগ। বিজ্ঞান সম্মত তদন্তে চিন সব সময় সহযোগিতায় প্রস্তুত। কিন্তু কোনও রাজনৈতিক স্বার্থ থাকলে, চিনকে পাশে পাওয়া যাবে না।

হু প্রধান তেদ্রোস আধানম গেব্রেয়াসুস

'চিন-বিরোধী ষড়যন্ত্র'

তাঁর কথায়, 'আমেরিকার নর্থ ক্যারোলিনা ইউনিভার্সিটি, ফোর্ট ডেকরিকের মতো গবেষণগারও তো অত্যন্ত সন্দেহজনক।' প্রসঙ্গত, চিনের দাবি, বায়োলজিক্যাল অস্ত্র তৈরির জন্য মার্কিন যুক্তরাষ্ট্রও করোনা ভাইরাস তৈরি করে থাকতে পারে। যদিও এই দাবির স্বপক্ষে চিন কোনও প্রমাণ এখনও দিতে পারেনি।

ঝাও বলেন, 'ল্যাব-লিক তত্ত্ব সম্পূর্ণ ভাবে চিন-বিরোধী প্রচার ও রাজনৈতিক উদ্দেশ্যে তৈরি করা। এর সঙ্গে বিজ্ঞানের কোনও যোগ নেই। বিজ্ঞানসম্মত ভাবে তদন্ত হোক, আমরা সর্বদা পাশে আছি। যতটা পারবো ডেটা শেয়ার করে তদন্তে সহযোগিতা করব।'

 

WHO রিপোর্ট কী বলছে?

গত বৃহস্পতিবার বিশ্বস্বাস্থ্য সংস্থা রিপোর্ট পেশ করেছে। মার্কিন হেল্থ এজেন্সির রিপোর্টের বিপরীত ধর্মী রিপোর্ট পেশ করেছে বিশ্বস্বাস্থ্য সংস্থা। তাই একাধিক মহলের অভিযোগ, করোনা ভাইরাস ছড়িয়ে যাওয়ার পিছনে ল্যাব-তত্ত্বকে খাটো করে দেখছে WHO। অনেক বিজ্ঞানীর আবার সন্দেহ, বাদুড় কিংবা অন্য প্রাণী থেকেও ছড়িয়ে থাকতে পারে।

Advertisement

WHO-র রিপোর্টে একাধিক দিক থাকলেও, কী ভাবে অতিমারী শুরু হল, সেই তথ্য মিলছে না। বরং WHO-র দাবি, উহানের গবেষণাগার থেকেই করোনা ছড়িয়েছে, এটা অত্যন্ত গভীর ভাবে তদন্ত দরকার। আগেই বলা ঠিক নয়। 

 


Read more!
Advertisement
Advertisement