পাকিস্তানে ন্যক্কারজনক ঘটনা। প্রকাশ্যে সড়কে এক মহিলার পোশাক ছিড়ে দিল একদল মানুষ। এখানেই থামল না তারা। ওই অবস্থায় মহিলাকে নিয়ে লোফালুফি করল জনতা। ঘটনায় অজ্ঞাত পরিচয় একদল মানুষে বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের হয়েছে। ঘটনা সামনে আসার পর বিশ্বজুড়ে নিন্দার ঝড় উঠেছে।
পাকিস্তানের সংবাদপত্র 'The Dawn'-এ এই প্রতিবেদনটি প্রকাশিত হয়েছে। প্রতিবেদনে উল্লেখ, পাকিস্তানের স্বাধীনতা দিবস ১৪ অগাস্টের দিন এক মহিলা টিকটকার (Woman TikToker) তাঁর ৬ সঙ্গীর সঙ্গে মিনার ই পাকিস্তানে একটি ভিডিও শুট করতে গিয়েছিলেন। তখনই সেই মহিলার উপর হামলে পড়ে ৩০০ থেকে ৪০০ জন। তাঁকে হেনস্থা করা হয়। সঙ্গীরা ওই মহিলাকে উদ্ধারের চেষ্টা করলেও পারেননি।
আরও পড়ুন : আফগানিস্তানে কোনও বাঙালি আটকে আছে? পদক্ষেপ নবান্নর
নির্যাতিতা জানিয়েছেন, 'প্রচণ্ড ভিড় ছিল ওখানে। পুরুষরা আমাকে ঘিরে ধরেছিল। আমি বেরিয়ে আসতে পারছিলাম না। প্রথমে ওরা আমার কাপড় ছিড়ে ফেলে। তারপর সবাই মিলে আমাকে হাওয়ায় ছুড়ে লোফালুফি শুরু করে।'
গোটা ঘটনার ভিডিও ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। সেখানে দেখা যাচ্ছে একদল পুরুষ মহিলাকে নিয়ে লোফালুফি করছে। মহিলা কাকুতি মিনতি করলেও তাঁর কথায় কর্ণপাত করা হচ্ছে না।
আরও পড়ুন : নিম্নচাপের জেরে রাজ্যে পরপর ৩ দিন বৃষ্টি! রইল বিস্তারিত
এদিকে অভিযোগ দায়েরের পর নড়েচড়ে বসেছে পাকিস্তান প্রশাসন। তাদের তরফে অজ্ঞাত পরিচয়দের বিরুদ্ধে মামলা রুজু হয়েছে। পাকিস্তানের ওই সংবাদমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনে এও জানানো হয়েছে, ওই মহিলাকে হেনস্থার পাশাপাশি তাঁর আঙটিও ছিনতাই করা হয় ও তাঁর কাছে থাকা ১৫ হাজার টাকা কেড়ে নেওয়া হয়।