Advertisement

World's Most Monstrous Bodybuilder: রোজ আড়াই কেজি মাংস, ২৫ ইঞ্চি বাইসেপ! ৩৬ বছরেই মৃত্যু 'দানব' বডিবিল্ডারের

হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হল বিশ্বের 'সবচেয়ে দানব বডিবিল্ডার' হিসেবে পরিচিত ইলিয়া গোলেম ইয়েফিমচিকের। তাঁর বয়স হয়েছিল মাত্র ৩৬ বছর। গত ৬ সেপ্টেম্বর তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়।

রোজ আড়াই কেজি মাংস, ২৫ ইঞ্চি বাইসেপ! ৩৬ বছরেই মৃত্যু 'দানব' বডিবিল্ডারের
Aajtak Bangla
  • নতুন দিল্লি,
  • 13 Sep 2024,
  • अपडेटेड 7:16 PM IST
  • বেলারুশিয়ান এই বডি বিল্ডার যদিও কখনও পেশাদার ইভেন্টে অংশ নেননি
  • প্রতিদিন ১৬,৫০০ ক্যালোরিযুক্ত খাবার খেতেন

হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হল বিশ্বের 'সবচেয়ে দানব বডিবিল্ডার' হিসেবে পরিচিত ইলিয়া গোলেম ইয়েফিমচিকের। তাঁর বয়স হয়েছিল মাত্র ৩৬ বছর। গত ৬ সেপ্টেম্বর তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়। পরে তিনি কোমায় চলে যান। ১১ সেপ্টেম্বর তাঁর মৃত্যু হয়েছে।

বেলারুশিয়ান এই বডি বিল্ডার যদিও কখনও পেশাদার ইভেন্টে অংশ নেননি, তাঁর ওয়ার্কআউট রুটিনের ভিডিওগুলি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করতেন। যা ব্যাপক জনপ্রিয়তা পেয়েছিল। তাকে "দ্য মিউট্যান্ট" উপাধিও দেওয়া হয়। তিনি একটি কঠোর ডায়েট অনুসরণ করে ২৫ ইঞ্চি বাইসেপ বানিয়েছিলেন। ইলিয়া গোলেমের উচ্চতা ছিল ৬ ফুট ১ ইঞ্চি। ওজন ১৫০ কিলোরও বেশি। ছাতির মাপ ছিল ৬১ ইঞ্চি। প্রতিদিন ১৬,৫০০ ক্যালোরিযুক্ত খাবার খেতেন। এর মধ্যে রয়েছে পাঁচ পাউন্ডের বেশি মাংস এবং ১০০টিরও বেশি সুশির টুকরো। জানা যায়, দিনে ৭ বার খাবার খেতেন ও শরীরচর্চা করতেন।

কোভিড-১৯ মহামারির পরে হার্ট অ্যাটাককে আক্রান্ত হচ্ছেন বহু মানুষ। অনেকে ট্রেড মিলে দৌড়নোর সময় হার্ট অ্যাটাকে আক্রান্ত হচ্ছেন। তবে প্রশ্ন, ফিটনেস এবং ওয়ার্কআউট করে ফিট থাকা একজন ব্যক্তি কীভাবে হার্ট অ্যাটাকে আক্রান্ত হতে পারেন। এবার ইলিয়াসের মতো একজন বডিবিল্ডারের অকালমৃত্যু ভাবাচ্ছে চিকিৎসাবিদদের। ডাক্তাররা বলছেন, নিয়ম না মেনে অতিরিক্ত শরীরচর্চাও মানুষের জন্য বিপদ ডেকে আনতে পারে।

Read more!
Advertisement

RECOMMENDED

Advertisement