ভারত-কানাডা কূটনৈতিক সংঘাতের আবহে ফের সুর নরম করলেন কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো। তাঁর দাবি, ভারতের গুরুত্ব বিশ্বে বাড়ছে। কোনও সংগঠন বা গোষ্ঠীকে উস্কানি দেওয়া বা সমস্যা তৈরি করা তাঁর সরকারের উদ্দেশ্য নয়।
কানাডার মাটিতে খলিস্তানি নেতা হরদীপ সিং নিজ্জরকে খুনের ঘটনায় ভারতীয় গুপ্তচর সংস্থা RAW-এর হাত রয়েছে বলে গত সোমবার অভিযোগ করেছিলেন কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো। সেই ঘটনার পর থেকেই ভারত-কানাডা সম্পর্ক তলানিতে ঠেকেছে। ট্রুডোর ওই বিবৃতির পরেই কানাডার এক ভারতীয় এক কূটনীতিককে বহিষ্কার করা হয়। ওই পদক্ষেপের প্রতিক্রিয়ায় মঙ্গলবার মোদী সরকার কানাডার এক শীর্ষ কূটনীতিককে পাঁচ দিনের মধ্যে দিল্লি ছাড়ার নির্দেশ দেয়। ইতিমধ্যেই কানাডার নাগরিককে ভিসা দেওয়া বন্ধ করে দিয়েছে ভারত। কানাডা জঙ্গিদের নিরাপদ আশ্রয় হয়ে উঠছে বলেও গুরুতর দাবি করে কেন্দ্রীয় বিদেশমন্ত্রক।
যাবতীয় সংঘাতের আবহে ভারত ও পশ্চিমি দুনিয়ার সম্পর্ক ইস্যুতে বৃহস্পতিবার ট্রুডো বলেন, 'ভারত যে বিশ্বে গুরুত্বপূর্ণ হয়ে উঠছে, এ বিষয়ে কোনও প্রশ্নই নেই। ভারত এমন একটি দেশ, যাদের সঙ্গে আমাদের হাত মিলিয়ে কাজ করা প্রয়োজন। শুধু কোনও নির্দিষ্ট অঞ্চলে নয়, তামাম বিশ্বেই ভারত গুরুত্বপূর্ণ হয়ে উঠছে। উস্কানি দেওয়া বা সমস্যা তৈরি করা আমাদের উদ্দেশ্য নয়।'
ভারত সরকারকে ট্রুডোর বার্তা, 'তদন্তে আমাদের সঙ্গে কাজ করুন। একসঙ্গে কাজ করে সত্যিটা সামনে আনি।'
বৃহস্পতিবার সাংবাদিক সম্মেলনে ভারতের বিদেশমন্ত্রকের মুখপাত্র অরিন্দম বাগচী বলেন, 'আমরা সর্বদা বিশ্বাস করি, দূতাবাসকর্মীদের নিরাপত্তার দায়িত্ব সংশ্লিষ্ট দেশের সরকারের। কিছু জায়গায় আমাদের নিজস্ব নিরাপত্তাও রয়েছে। তবে নিরাপত্তার বিষয়টি নিয়ে প্রকাশ্যে কিছু বলতে চাই না। কারণ এটি উপযুক্ত পরিস্থিতি নয়। আমরা চাই, কানাডা সরকার অবিলম্বে ব্যবস্থা নিক। আমরা ২০-২৫ জনকে ভারতে প্রত্যর্পণের আবেদন অনেক বছর ধরে জানাচ্ছি কানাডা সরকারকে। কিন্তু কোনও সাহায্য পাইনি।'
প্রসঙ্গত, কানাডায় প্রচুর সংখ্যক ভারতীয় বাস করেন। দেশটির মোট জনসংখ্যা ৩ কোটি ৭০ লক্ষ। তার মধ্যে অন্তত ১৪ লক্ষ ভারতীয় আছেন। উচ্চশিক্ষা কিংবা চাকরির সূত্রে ভারত থেকে তাঁরা কানাডায় গিয়েছেন। কানাডায় প্রবাসী ভারতীয়ের সংখ্যা মোট জনসংখ্যার ৩.৭ শতাংশ। এর মধ্যে ৭ লক্ষ ৭০ হাজার শিখ ধর্মাবলম্বী রয়েছেন। যা কানাডার মোট জনসংখ্যার ২ শতাংশ। ভারতে শিখদের অনুপাত কানাডার চেয়ে কম। ভারতের মোট জনসংখ্যার বিচারে শিখদের সংখ্যা মাত্র ১.৭ শতাংশ।