Iran missile attack on Israel: আমেরিকার হুঁশিয়ারির পরেই ইজরায়েলে হামলা চালাল ইরান। এখনও পর্যন্ত পাওয়া খবর অনুযায়ী, ইরান চারশোরও বেশি মিসাইল ছুঁড়েছে। ইজরায়েলের সেনাবাহিনী বলছে, ইরান ব্যালিস্টিক মিসাইল দিয়ে হামলা করেছে। এই হামলার বিষয়ে আমেরিকা আগেই সতর্ক করেছিল। তারা বলেছিল, ইরান হামলা চালালে তাকে মারাত্মক ফল পেতে হবে। কিন্তু তারপরেও ঘটল হামলা।
ইজরায়েলের সেনাবাহিনী জানিয়েছে, আপাতত তাদের লক্ষ্য আক্রমণের স্থানগুলি থেকে সবাইকে নিরাপদ স্থানে সরিয়ে নিয়ে যাওয়া। সেনাবাহিনী জানিয়েছে, লক্ষ-লক্ষ মানুষকে বম্ব শেলটারে পাঠানো হয়েছে। সোশ্যাল মিডিয়ায় হামলার বেশ কিছু ছবিও দেখা যাচ্ছে। তাতে দেখা যাচ্ছে ইজরায়েল ইরানের মিসাইল আটকানোর চেষ্টা করছে। ইরানের হামলা মাঝ আকাশেই রুখে দেওয়া হচ্ছে।
ক্ষেপণাস্ত্র হামলায় তেল আবিবে আহত দু'জন
এই খবর লেখার সময় পর্যন্ত ইরানের মিসাইল হামলায় ইজরায়েলের মাত্র দুইজন আহত হয়েছে বলে জানা গেছে। অ্যাম্বুলেন্স পরিষেবা প্রদানকারী টিম বলছে, মিসাইলের ভয়ে দৌড়াতে গিয়েও কেউ কেউ আহত হয়েছেন।
ইজরায়েলে হামলার পর ইরানের বিবৃতি
ইজরায়েলে হামলার পর ইরানের পক্ষ থেকে বিবৃতিও জারি করা হয়েছে। ইরান বলেছে ইজরায়েল যদি প্রতিশোধ নেয়, তবে তেহরান 'আরও বিধ্বংসী' জবাব দেবে। রাষ্ট্রসংঘে ইরানি মিশন-এর সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলের পোস্টে কী বলা হয়েছে দেখুন:
এক্স-পোস্টে ইজরায়েলের শেয়ার করা ভিডিওতে দেখা যাচ্ছে, তেল আবিব ও জেরুজালেমেও রকেট হামলা করা হয়েছে।
তেল আবিবের কাছে ডেড সিতে মিসাইল বৃষ্টি
ইজরায়েলের সেনাবাহিনীর পক্ষ থেকে সেদেশের নাগরিকদের সাবধান করা হয়েছে। তারা জানিয়েছে, 'ইরান থেকে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হচ্ছে। পরবর্তী নির্দেশ দেওয়া না পর্যন্ত আপনারা নিরাপদ এলাকায় থাকুন।' জানা যাচ্ছে যে, ইরানের ছোঁড়া মিসাইল ও শ্রাপনেল ডেড সি, দেশের দক্ষিণের এলাকা এবং তেল আবিবের আশেপাশের শ্যারন এলাকায় পড়েছে। তবে কোনও হতাহতের খবর নেই।
ইরানের ক্ষেপণাস্ত্র হামলার মধ্যেই মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বিবৃতি দিয়েছেন। প্রেসিডেন্ট জো বাইডেন এক্স পোস্টে বলেছেন ইজরায়েলকে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা থেকে আত্মরক্ষার স্বার্থে এবং এই অঞ্চলে মার্কিন বাহিনীকে রক্ষা করার স্বার্থে আমেরিকা সাহায্য করতে প্রস্তুত।
আজ সকালে, @VP এবং আমি ইসরায়েলের বিরুদ্ধে আসন্ন ক্ষেপণাস্ত্র হামলা চালানোর ইরানি পরিকল্পনা নিয়ে আলোচনা করার জন্য আমাদের জাতীয় নিরাপত্তা দলকে ডেকেছিলাম।
আমরা আলোচনা করেছি কিভাবে মার্কিন যুক্তরাষ্ট্র এই হামলার বিরুদ্ধে ইসরায়েলকে রক্ষা করতে এবং এই অঞ্চলে আমেরিকান কর্মীদের রক্ষা করতে সাহায্য করতে প্রস্তুত।
ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস এবং হোয়াইট হাউসের জাতীয় নিরাপত্তা টিমের সঙ্গে এর আগে এই নিয়ে বৈঠক হয়েছে বলেও জানিয়েছেন জো বাইডেন।