Advertisement

'চিন্তার কিছু নেই', প্রথম করোনা টিকা নিয়ে আশ্বাস বাইডেনের

দেশবাসীকে উদ্বুদ্ধ করতে টিকা নিলেন আমেরিকার ভাবী প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। চিকিৎসকদের কাছ থেকে টিকা নেওয়ার সেই ছবি টুইট করেছেন বাইডেন নিজেই। 

সর্বসমক্ষে করোনা টিকা নিলেন জো বাইডেন
Aajtak Bangla
  • কলকাতা ,
  • 22 Dec 2020,
  • अपडेटेड 10:51 AM IST
  • দেশবাসীকে উদ্বুদ্ধ করতে টিকা নিলেন আমেরিকার ভাবী প্রেসিডেন্ট
  • ৭৮ বছরের জো বাইডেন লাইভে এই টিকা নেন
  • টিকা নেওয়ার সেই ছবি টুইট করেছেন বাইডেন নিজেই

করোনা ভাইরাসের হানায় ক্ষতবিক্ষত হয়েছে মার্কিন মুলুক। সেই আবহে দেশবাসীকে উদ্বুদ্ধ করতে টিকা নিলেন আমেরিকার ভাবী প্রেসিডেন্ট জো বাইডেন। চিকিৎসকদের কাছ থেকে টিকা নেওয়ার সেই ছবি টুইট করেছেন বাইডেন নিজেই। 

ক্রিশ্চিয়ানা কেয়ার হাসপাতালে ফাইজার-বায়োএনটেক ভ্যাকসিনের প্রথম টিকা নেন ভাবী মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। তিনি বলেন, "আমি এই টিকা নিয়ে সকলকে টিকাকরণের জন্য উদ্বুদ্ধ করতে চাই। সকলকেই এই টিকা নেওয়ার ক্ষেত্রে প্রস্তুত থাকতে হবে। উদ্বেগের কিছু কারণ নেই।" 

ক্রিশ্চিয়ানা কেয়ার হাসপাতালের স্বাস্থ্যসেবা বিভাগের প্রধান ভাবী মার্কিন প্রেসিডেন্টকে এই টিকা দেন। এই কোভিড টিকাকরণ অনুষ্ঠানে ডা: জিল বাইডেনও প্রথমে ভ্যাকসিনটি নেন। ৭৮ বছরের জো বাইডেন লাইভে এই টিকা নেন।

ভিডিও ট্যুইট করে বাইডেন লেখেন, ''যাঁরা এই টিকা আবিষ্কার করেছেন সেই সব বিজ্ঞানী ও গবেষকদের প্রতি আমি কৃতজ্ঞ। প্রিয় আমেরিকাবাসী আপনাদের চিন্তার কারন নেই। ভ্যাকসিন বাজারে এলে আপনারাও নিতে পারবেন''। করোনা আবহে এখনও টিকা নেননি বিদায়ী মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আদৌ তিনি নেবেন কিনা, তা এখনও স্পষ্ট নয়।

Read more!
Advertisement

RECOMMENDED

Advertisement