আফগানিস্তানের দখল নিয়েছে তালিবানরা। দেশ ছেড়েছেন প্রেসিডেন্ট আশরাফ ঘানি। প্রাণ ভয়ে যে যেভাবে পারছে দেশ ছেড়ে পালানোর চেষ্টা করছে। সোমবার সকালে কাবুলের বিমানবন্দরের ছবি দেখে হতবাক গোটা বিশ্ব। কাতারে কাতারে মানুষ ভিড় জমিয়েছেন বিমানবন্দরে। সময় শেষ। পালতে পারলে প্রাণ বাঁচবে, নয়তো নয়। আফগানিস্তানের দুর্দশা যেন চোখে সওয়া যাচ্ছে না। এরই মধ্যে ঘটল আরও এক মর্মান্তিক ঘটনা। বিমানের চাকায় দড়ি বেঁধে পালানোর চেষ্টা করেন ২ নাগরিক। কিন্তু হাওয়ার তোড়ে দড়ি ছিঁড়ে পড়ে গেলেন ২ জনই। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল সেই ছবি।
তেহরান টাইমসের শেয়ার করা মর্মান্তিক ভিডিওতে বিমানের বাইরে থেকে পরপর ২ জনকে নীচে পড়ে যেতে দেখা যায়।
২ নাগরিকের পড়ে যাওয়ার ভিডিও-
সোমবার হাজার হাজার মানুষকে কাবুলের হামিদ কারজাই আন্তর্জাতিক বিমানবন্দরে ভিড় করতে দেখা যায়। তালিবানদের হাত থেকে রেহাই পেতে দেশ ছাড়ছেন ভীত, সন্ত্রস্ত নাগরিকেরা। কোনও বিমানেও জায়গা হচ্ছে না। তাই যে যেভাবে পারছে পালানোর পথ খুঁজছে। সেই চেষ্টাতেই এই ২জন নিজেকে দড়ি দিয়ে বিমানে বেঁধে ফেলে। কিন্তু শেষ পর্যন্ত প্রাণ রক্ষা হয়নি। এদিকে আজই কাবুলের বিমানবন্দরে ভিড় সামাল দিতে শূন্যে গুলি চালাতে শুরু করে মার্কিন সেনাবাহিনী।
কাবুল বিমানবন্দরে গুলি চালাচালিতে অন্তত পাঁচজন নিহত হয়েছেন বলে খবর।
আফগানিস্তান যেন শ্মশানপুরী! কাবুল ছেড়েছেন অনেক দেশবাসী। তালিবানদের আধিপত্যে সমস্ত স্বাধীনতা রাতারাতি চলে গিয়েছে আফগানদের। গম থেকে পেট্রল সমসকিছুর দামই আকাশছোঁয়া। পাওয়া যাচ্ছে না পর্যাপ্ত খাবার। মেয়েদের নিরাপত্তা প্রশ্নের মুখে।