মার্কিন যুক্তরাষ্ট্রে রহস্যমৃত্যু ২৬ বছর বয়সী এআই বিশেষজ্ঞ সুচির বালাজির। সান ফ্রান্সিসকোর ফ্ল্যাটে মিলেছে তাঁর দেহ। দীর্ঘ ৪ বছর ChatGPT নির্মাণকারী এআই সংস্থা OpenAI-এ করতেন। অতিসম্প্রতি ওপেনএআই-এর কাজের ধরন নিয়ে গুরুতর প্রশ্ন তুলেছিলেন।
সান ফ্রান্সিসকো পুলিশ জানিয়েছে, ২৬ নভেম্বর উদ্ধার হয়েছিল সুচির বালাজির দেহ। তবে ঘটনাটি প্রকাশ্যে এসেছে ১৪ ডিসেম্বর। স্থানীয় গণমাধ্যমে্র রিপোর্ট অনুযায়ী, বালাজি দীর্ঘদিন ধরে তাঁর বাড়ি থেকে বের হননি। এমনকি নিজের বন্ধু এবং সহকর্মীদের ফোন কলের উত্তরও দিচ্ছিলেন না। সুচিরের বন্ধু ও সহকর্মীরা তার ফ্ল্যাটে পৌঁছলে দরজা ভিতর থেকে বন্ধ দেখতে পান। তাঁরাই সান ফ্রান্সিসকো পুলিশকে বিষয়টি জানান। পুলিশ ফ্ল্যাটের দরজা ভেঙে ভিতরে ঢুকে সুচির বালাজির মৃতদেহ উদ্ধার করে। প্রাথমিক তদন্তে এটা আত্মহত্যা বলেই মনে করছে পুলিশ।
পুলিশের একটি বিবৃতি উদ্ধৃত করে সান ফ্রান্সিসকো ক্রনিকল জানিয়েছে,পুলিশ একটি মেডিক্যাল দল নিয়ে ফ্ল্যাটে পৌঁছয়। সেখানে সুচির বালাজির দেহ মেলে। প্রাথমিক তদন্তে খুনের কোনও প্রমাণ পাওয়া যায়নি। এটি আত্মহত্যার ঘটনা বলে মনে করা হচ্ছে।
সান ফ্রান্সিসকো চিফ মেডিক্যাল অফিসার সংবাদমাধ্যমকে বলেছেন,'মৃত্যুর ধরণ দেখে মনে হচ্ছে আত্মহত্যা।' সুচির বালাজি চলতি বছরের আগস্টে OpenAI থেকে পদত্যাগ করেছিলেন। কোম্পানির বিরুদ্ধে কপিরাইট লঙ্ঘনের গুরুতর অভিযোগ করেছিলেন। তাঁর রহস্যমৃত্যু ঘিরে উঠছে একাধিক প্রশ্ন। টেসলার সিইও ইলন মাস্ক এক্স হ্যান্ডেলে এই খবরটি শেয়ার করে ইঙ্গিতপূর্ণ প্রতিক্রিয়া দিয়েছেন। তিনি লিখেছেন,'হুমম'। বলে রাখি,ওপেনএআইয়ের মালিক অল্টম্যানের সঙ্গে মাস্কের সম্পর্র আদায়-কাঁচকলায়।
স্যান ফ্রান্সিস্কোর বুচানন স্ট্রিটে থাকতেন সুচির। ওপেনএআই-এর বিরুদ্ধে প্রকাশ্যে মুখ খুলেছিলেন। তাঁর অভিযোগ ছিল, সংস্থা কপিরাইট আইন লঙ্ঘন করছে। দ্য নিউ ইয়র্ক টাইমসকে দেওয়া সাক্ষাৎকারে বালাজি বলেছিলেন, OpenAI-এর ইন্টারনেটের জন্য ক্ষতিকারক। ব্যবসার জন্য সংস্থা সম্মতি ছাড়াই অন্যের সম্পত্তি ব্যবহার করছে। ওপেনএআই-এর বিরুদ্ধে একাধিক লেখক, প্রোগ্রামার এবং সাংবাদিকও মামলা দায়ের করেছেন। তাঁদের অভিযোগ,ChatGPT কপিরাইট লঙ্ঘন করেছে। যা স্পষ্ট হয়েছিল সুচির বালাজির কথাতেও।