পাকিস্তানের ক্ষমতায় কি ফিরছেন নওয়াজ শরিফ? শুক্রবার সাধারণ নির্বাচনে গণনার পর শরিফ সমর্থকদের কাছে দাবি করলেন, তাঁর দল পাকিস্তান মুসলিম লিগ (পিএমএলএন) দেশের বৃহত্তম হিসেবে উঠে এসেছে। তবে একার জোরে সরকার গঠন সম্ভব নয় বলে মেনে নিয়েছেন নওয়াজ। তাঁর বার্তা,'আমাদের সংখ্যাগরিষ্ঠতা নেই। অন্য দলগুলিকে সরকার গঠনের জন্য আহ্বান করছি।'
এ দিন আবেগপ্রবণ হয়ে নওয়াজ বলেন,'আমি অনেকবার বলেছি যে তোমাদের খুব ভালোবাসি। আজ আপনাদের উজ্জ্বল চোখ আমার সব ব্যথায় প্রশমন করেছে। আপনাদের সবাইকে অভিনন্দন জানাতে চাই। কারণ, নির্বাচনে পিএমএল-এন দেশের বৃহত্তম দল হিসেবে উঠে এসেছে। আমরা পাকিস্তানের ক্ষত সারাতে চাই। আমরা জনাদেশকে সম্মান করি। সর্ববৃহৎ দল হওয়ায় এখন আমাদের দায়িত্ব পাকিস্তানকে এই ঘূর্ণিঝড় থেকে বের করে আনা।'
দেশকে সঙ্কট থেকে বের করার আশ্বাস দিয়েছেন নওয়াজ। তাঁর কথায়,'আমরা সাধারণ মানুষের রায়কে সম্মান করছি। সবাইকে একত্রিত হয়ে পাকিস্তানের পুনর্গঠনের বার্তা দিচ্ছি। আমাদের লক্ষ্য, সমৃদ্ধশালী পাকিস্তান গড়ে তোলা। আমরা আগেও তা করেছি। নির্দল প্রার্থীদের অনুরোধ করছি, এই সংকট থেকে দেশকে তুলে আনার জন্য আমাদের সাহায্য করুন'।
পিএমএলএন প্রধান নওয়াজ শরিফের বার্তা, সব রাজনৈতিক দলকে একত্রিত হয়ে সরকার গঠন করতে হবে, যাতে দেশকে এই কঠিন পরিস্থিতি থেকে বের করে আনা যায়। তিনি বলেন,'আমরা বারবার ভোট করাতে পারি না। পাকিস্তানকে এই সংকট থেকে বের করে আনতে এ দেশের প্রতিটি প্রতিষ্ঠান ও প্রতিটি ব্যক্তির ভূমিকা রয়েছে। এটা পিএমএলএন-এর একার পাকিস্তান নয়, সবার পাকিস্তান। সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। আপনারা আমাদের উদ্দেশ্য জানেন।'
তাঁর জমানার কথাও স্মরণ করিয়ে দিয়েছেন নওয়াজ। তাঁর কথায়,'আমাদের সময়ে দেশ কীভাবে সমৃদ্ধ হয়েছিল তা আপনারা জানেন। পাকিস্তানকে একবিংশ শতাব্দীতে নিয়ে যেতে হবে। আমি নয়ের দশকে যখন প্রথমবারের মতো এদেশের প্রধানমন্ত্রী হয়েছিলাম, সে সময় দেশ অগ্রগতির করছিল। আজও যদি সেই গতি অব্যাহত থাকত, তাহলে দেশ কোথায় থাকত! তবে আমি পূর্ণ আত্মবিশ্বাসের সঙ্গে বলতে পারি যে আজও কেউ পাকিস্তানের দিকে তাকাতে পারবে না কারণ আমারা পারমাণবিক শক্তিধর।' তাঁর সংযোজন, 'আমাদের দল দেশে যুদ্ধ চায় না কারণ পাকিস্তানের সাধ্য নেই। দশ বছরের মধ্যে পাকিস্তানে স্থিতিশীলতা আসবে।'