গত মাসে হাফিজ সইদের বাড়ির বাইরে বিস্ফোরণে হাত রয়েছে এক ভারতীয় নাগরিকের, এমনটাই দাবি পাকিস্তানের প্রধান নিরাপত্তা উপদেষ্টা মোয়েদ ইউসুফের। লাহোরে হাফিজ সইদের বাড়ির বাইরে গত ২৩ জুন এক বিস্ফোরণে মৃত্যু হয় ৩ জনের। আহত হন আরও ২৪ জন। তবে এখনও পর্যন্ত কোনও জঙ্গি গোষ্ঠী এই বিস্ফোরণের দায় স্বীকার করেনি। মন্ত্রী ফাওয়াদ চৌধরীর সঙ্গে এক সাংবাদিক বৈঠকে পাক নিরাপত্তা উপদেষ্টা বলেন, ওই হামলার মাস্টার মাইন্ড এক ভারতীয়, যার সম্পর্ক গুপ্তচর সংস্থার সঙ্গে রয়েছে।
মোয়েদ ইউসুফ বলেন, 'সন্ত্রাসবাদীদের থেকে বাজেয়াপ্ত করা ফরেন্সিক বিশ্লেষণ ও বৈদ্যুতিক উপকরণ থেকে, আমরা প্রধান মাস্টারমাইন্ড ও হামলার পরিচালককে চিহ্নিত করেছি। আমাদের এটা জানাতে কোনও সন্দেহ না আপত্তি নেই যে আসল মাস্টারমাইন্ড ভারতীয় গুপ্তচর সংস্থার র-এর লোক, এবং সে ভারতেই থাকে।' তবে কারও নাম করেননি তিনি।
পাক নিরাপত্তা উপদেষ্টা বলেন, পৃথক পৃথক এজেন্সির সহায়তায় ওই ব্যক্তির জাল নাম, আসল পরিচয় ও ঠিকানা সরকারের হাতে এসেছে। পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান টুইটে লেখেন যে, তিনি বিস্ফোরণের তদন্তের ফলাফল সম্পর্কে দেশকে অবহিত করার নির্দেশ দিয়েছেন।
প্রসঙ্গত হাফিজ সইদকে জাতিসংঘের তরফেও সন্ত্রাসবাদী হিসেবে ঘোষণা করা হয়েছে। হাফিজের ওপরে ১০ মিলিয়ান মার্কিন ডলার পুরস্কার ঘোষণা করেছে আমেরিকা। সন্ত্রাসী কার্যকলাপের অর্থ যোগানের ৫টি মামলায় তাকে ৩৬ বছর কারাদণ্ডের নির্দেশও দেওয়া হয়েছে।
পাকিস্তানের কৌশলের সঙ্গে বিশ্ব পরিচিত
এদিকে সম্প্রতি, ভারতের বিদেশমন্ত্রক পাকিস্তানের সমস্ত দাবিকে খণ্ডন করে জানায়, সন্ত্রাসবাদী কর্মকাণ্ডে ভারতের জড়িত থাকার অভিযোগে পাকিস্তানের পক্ষ থেকে যে প্রমাণ সংগ্রহ করা হয়েছে তা কাল্পনিক। বিদেশমন্ত্রক আরও জানায়, এই ধরনের অভিযোগের ক্ষেত্রে মাত্র কয়েকজনকেই সমর্থক হিসেবে পাবে পাকিস্তান। আন্তর্জাতিকমহল পাকিস্তানের এই ধরনের কৌশল সম্পর্কে ভালভাবেই অবগত। ইসলামাবাদে সন্ত্রাসবাদীদের তৈরি করার চাল অন্যকারও নয়, পাকিস্তানেরই।