নেপালে বিমান দুর্ঘটনা। ওড়ার সময় রানওয়েতে পিছলে গিয়ে এই দুর্ঘটনাটি ঘটে। কাঠমান্ডুর ত্রিভূবন বিমানবন্দরে এই দুর্ঘটনাটি ঘটেছে। বিমানে ১৯ জন যাত্রী ছিলেন বলে জানা গিয়েছে। বিমানটি ওড়ার পরেই ভেঙে পড়ে ও আগুনের গোলাতে পরিণত হয়। জানা যাচ্ছে, এখনও পর্যন্ত ১৮ জনের দেহ উদ্ধার করা হয়েছে।
তথ্য অনুযায়ী, বিমানটি সৌর্য এয়ারলাইন্সের। বিমানটিতে বিমানসংস্থারই টেকনিক্যাল স্টাফরা ছিলেন। বিমানের পাইলট ও অন্যান্য আহতদের হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। প্রাথমিক রিপোর্টে বলা হয়েছে, ওড়ার সময় বিমানটি রানওয়েতে পিছলে গিয়ে দুর্ঘটনাটি ঘটেছে। দুর্ঘটনার পর উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছেছে। দ্রুত গতিতে চলছে উদ্ধারকাজ।
বর্তমানে, উদ্ধারকারী দল যত তাড়াতাড়ি সম্ভব আগুন নেভানোর চেষ্টা করছে। এই বিমান দুর্ঘটনার কয়েকটি ছবি ও ভিডিও সামনে এসেছে, যাতে দেখা যাচ্ছে বিমানটি জ্বলছে। বিশাল ধোঁয়ার শিখা দেখা যাচ্ছে দূর থেকে। দুর্ঘটনার কারণে বিমান চলাচল ব্যাহত হয়েছে।