Advertisement

PM Narendra Modi-President Joe Biden: বাংলার রুপোর গণেশ-বিরল সবুজ হিরে-পঞ্জাবের ঘি, বাইডেনকে সব 'দুর্মূল্য' গিফট মোদীর, রইল লিস্ট

তিনদিনের আমেরিকা সফরে গিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বাইডেন এবং তাঁর স্ত্রী ফার্স্ট লেডি জিল বাইডেন হোয়াইট হাউসে প্রধানমন্ত্রীকে স্বাগত জানান। দু'তরফেই চমকপ্রদ উপহার দেওয়া হয়। ভারতবর্ষের বিভিন্ন রাজ্যের বিশেষ ১০টি জিনিস বাইডেনকে উপহার দেন মোদী।

কলকাতায় তৈরি রুপোর গণেশ ও প্রদীপ উপহার বাইডেনকে
Aajtak Bangla
  • দিল্লি,
  • 22 Jun 2023,
  • अपडेटेड 9:27 AM IST
  • তিনদিনের আমেরিকা সফরে গিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী
  • বৃহস্পতিবার হোয়াইট হাউসে প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে সাক্ষাৎ করেন তিনি
  • ভারতবর্ষের বিভিন্ন রাজ্যের বিশেষ ১০টি জিনিস বাইডেনকে উপহার দেন মোদী

PM Narendra Modi Gifts to President Joe Biden: তিনদিনের আমেরিকা সফরে গিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (PM Narendra Modi)। বৃহস্পতিবার হোয়াইট হাউসে (White house) প্রেসিডেন্ট জো বাইডেনের (Joe Biden) সঙ্গে সাক্ষাৎ করেন তিনি। আয়োজন হয় নৈশভোজের। বাইডেন এবং তাঁর স্ত্রী ফার্স্ট লেডি জিল বাইডেন হোয়াইট হাউসে প্রধানমন্ত্রীকে স্বাগত জানান। দু'তরফেই চমকপ্রদ উপহার দেওয়া হয়। ভারতবর্ষের বিভিন্ন রাজ্যের বিশেষ ১০টি জিনিস বাইডেনকে উপহার দেন মোদী। তাতে রয়েছে বাংলার দু'টি উপহার।

প্রধানমন্ত্রীকে বাইডেন পরিবারের দেওয়া উপহার

  • জো বাইডেন ও ফার্স্ট লেডি জিল বাইডেন প্রধানমন্ত্রী মোদীকে ২০ শতকের গোড়ার দিকে হাতে তৈরি প্রাচীন আমেরিকান বই গ্যালি উপহার দিয়েছেন।
  • একটি ভিনটেজ আমেরিকান ক্যামেরা।
  • জর্জ ইস্টম্যানের প্রথম কোডাক ক্যামেরার পেটেন্টের একটি আর্কাইভাল রেপ্লিকা এবং আমেরিকান বন্যপ্রাণী ফটোগ্রাফির একটি হার্ডকভার বই।
  • জিল বাইডেন প্রধানমন্ত্রীকে 'রবার্ট ফ্রস্টের সংগৃহীত কবিতা'-র একটি স্বাক্ষরিত, প্রথম সংস্করণের অনুলিপি উপহার দেন।


বাইডেনকে প্রধানমন্ত্রীর দেওয়া উপহার

  • পঞ্জাবে তৈরি ঘি।
  • মহারাষ্ট্রে তৈরি গুড়।
  • উত্তরাখণ্ড থেকে চাল, যা ধান্যদানের জন্য দেওয়া হয়।
  • রাজস্থানে হস্তনির্মিত, ২৪ ক্যারাট খাঁটি- হলমার্কযুক্ত সোনার মুদ্রা, যা স্বর্ণ দানের জন্য দেওয়া।
  • গুজরাতে প্রস্তুত করা লবণ ।
  • একটি বাক্সে ৯৯.৫% খাঁটি এবং হলমার্কযুক্ত রুপোর মুদ্রা। যা রাজস্থানের কারিগরদের দ্বারা তৈরি করা হয়েছে।
  • তামিলনাড়ুর তিল।
  • কর্ণাটকের মহীশূর থেকে প্রাপ্ত চন্দনের সুগন্ধি টুকরো।
  • পশ্চিমবঙ্গের দক্ষ কারিগরদের হাতে তৈরি রুপোর নারকেল যা গৌদানের জায়গায় দেওয়া হয়।
  • একটি বাক্সে গণেশের মূর্তি এবং প্রদীপ। গণেশের এই রুপোর মূর্তি এবং রুপোর প্রদীপ, যা কলকাতার পঞ্চম প্রজন্মের রুপোর কারিগরদের হাতে তৈরি।
  • উত্তরপ্রদেশে তৈরি তামা প্লেট, যা তাম্র-পত্র নামেও পরিচিত। প্রাচীনকালে, তাম্র-ফলক লেখার এবং রেকর্ড রাখার মাধ্যম হিসাবে ব্যাপকভাবে ব্যবহৃত হত।

 

Advertisement

জিলকে প্রধানমন্ত্রীর দেওয়া বিশেষ উপহার
এছাড়া আমেরিকার ফার্স্ট লেডি জিল বাইডেনকেও বিশেষ উপহার দিয়েছেন প্রধানমন্ত্রী মোদী। ল্যাবে প্রস্তুত করা ৭.৫ ক্যারেটের একটি সবুজ হিরে দেন। এই হিরে পরিবেশ বান্ধব, কারণ এর উৎপাদনে সৌর ও বায়ু শক্তির মতো পরিবেশ-বিচিত্র সম্পদ ব্যবহার করা হয়।

পেপার মাচে (Papier Mâché) - জিল বাইডেনকে পেপার ম্যাচে উপহার দেওয়া হয়েছে। যাতে গ্রিন হিরে,কার-ই-কালামদানি নামে পরিচিত, কাশ্মীরের চমৎকার পেপিয়ার মাচে কাগজের মাচা এবং খোদাই করা একটি বাক্স যা দক্ষ কারিগরদের দ্বারা তৈরি করা হয়েছে।

লন্ডনের মেসার্স ফেবার অ্যান্ড ফেবার লিমিটেড দ্বারা প্রকাশিত এবং ইউনিভার্সিটি প্রেস গ্লাসগোতে মুদ্রিত এই বইয়ের প্রথম সংস্করণের মুদ্রণের একটি কপি, 'দ্য টেন প্রিন্সিপাল উপনিষদস্'-ও প্রেসিডেন্ট বাইডেনকে উপহার দেওয়া হয়।

Read more!
Advertisement

RECOMMENDED

Advertisement