Advertisement

Russia UAV Attack: রাশিয়ায় ফিরল ৯/১১-এর স্মৃতি, ৩ বহুতলে ড্রোনের বিধ্বংসী হামলা

এই হামলায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। সেই ভিডিও ভাইরাল হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে।

রাশিয়া ইউএভি হামলা
Aajtak Bangla
  • কলকাতা ,
  • 21 Dec 2024,
  • अपडेटेड 2:08 PM IST
  • রাশিয়ার কাজানে ড্রোন হামলা।
  • এখনও হতাহতের কোনও খবর নেই।

ফিরে এল ৯/১১-এর স্মৃতি। রাশিয়ার কাজান শহরে বিধ্বংসী ড্রোন হামলা। তিনটি বহুতলে চালানো হয় এই হামলা। এই হামলায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। সেই ভিডিও ভাইরাল হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। এই হামলার জন্য ইউক্রেনকে কাঠগড়ায় তুলেছে রাশিয়া। 

রাশিয়া জানিয়েছে, একটি ড্রোন ধ্বংস করা হয়েছে। কাজানে বহুতল ভবনে হামলার ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল। নেট মাধ্যমের ভিডিও থেকে স্পষ্ট, বিভিন্ন দিক থেকে আসা ঘাতক ড্রোন (ইউএভি) বহুতলগুলির উপরে আছড়ে পড়েছে। তারপর বড় বিস্ফোরণও ঘটেছে। এই হামলার জন্য সরাসরি ইউক্রেনের দিকে আঙুল তুলেছে রাশিয়া। রুশ প্রতিরক্ষা মন্ত্রক এক্স হ্যান্ডেলে জানিয়েছে, এই ড্রোন হামলার চালিয়েছে ইউক্রেন। 

এই বহুতলগুলিতে মানুষ থাকতেন। তাই এই হামলায় প্রাণহানির সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাচ্ছে না। তবে এখন পর্যন্ত কারও মৃত্যুর কোনও তথ্য মেলেনি। হামলার আশঙ্কায় আশেপাশের বহুতলগুলিকে খালি করানো হয়েছে। সেখানকার বাসিন্দাদের নিয়ে যাওয়া হয়েছে নিরাপদ আশ্রয়ে। 

বহুতলগুলিতে আগুন লেগে গিয়েছে। লোকজনকে নিরাপদ আশ্রয়ে নিয়ে গিয়েছে প্রশাসন। রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রক জানিয়েছে, রাশিয়ার বিমান প্রতিরক্ষা ব্যবস্থায় ইউক্রেনের একটি ড্রোন ধ্বংস হয়ে গিয়েছে। কাজানের মেয়রের কার্যালয়কে উদ্ধৃত করে রাশিয়ান সংবাদমাধ্যম স্পুটনিক জানিয়েছে, ড্রোন হামলার কারণে সোভেটস্কি, কিরোভস্কি এবং প্রিভলজস্কিতে বহুতলগুলিতে আগুন লেগেছে। প্রয়োজনীয় সব সাহায্য দেওয়া হচ্ছে। 

TAGS:
Read more!
Advertisement

RECOMMENDED

Advertisement