১৮ মাস আগে নিঁখোজ হয়ে গিয়েছিল ১৪ বছরের এক কিশোরী। অনেক খুঁজেও তাঁর কোনও হদিশ মিলছিল না। হারিয়ে যাওয়া সেই মেয়েকে মিলল আলমারিতে। এবং সবথেকে তাজ্জব বিষয় হল, মেয়েটিকে পাওয়া গেছে গর্ভবতী অবস্থায়। বাড়ির লোকজন জানাচ্ছেন, তাঁরা জানেন না, ওই কিশোরী কী ভাবে আলমারিতে এল। পুলিশকর্মীরাও অবাক। মেয়েটি কী ভাবে গর্ভবতী হল, তা নিয়েও কপালে ভাঁজ পড়ে পুলিশের।
ঘটনা মিশিগানের। ওই কিশোরীকে দত্তক নিয়েছিলেন এক দম্পতি। কিন্তু ১৮ মাস আগে আচমকাই নিঁখোজ হয়ে যায় ওই কিশোরী। পুলিশ তাকে হন্যে হয়ে খুঁজছিল। কিন্তু কোথাও খোঁজ মিলছিল না। এরপর ওই কিশোরীকে বন্ধ একটি আলমারিতে পাওয়া যায়। আলমারি খুলতে সে ভয়ে কাঁপছিল। তদন্তে জানা যায়, মেয়েটিও অন্তঃসত্ত্বা। পুলিশ কর্মকর্তা রবার্ট ওয়াটসন বলেছেন, মেয়েটি চার বা পাঁচ মাসের অন্তঃসত্ত্বা। তিনি জানান যে মেয়েটিকে মিশিগানের পোর্ট হুরনের কাছে একটি বাড়িতে পাওয়া গেছে। তবে ওই বাড়ির পরিবারের সদস্যরা দাবি করেছেন যে, মেয়েটি কীভাবে সেখানে এসেছিল তা তাঁরা জানেন না।
ওয়াটসন জানান, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে তাঁর দল বাড়িটিতে তল্লাশি চালিয়েছে। প্রথমে পরিবারের সদস্যরা কর্মকর্তাদের ভেতরে ঢুকতে দেয়নি। তিনি সার্চ ওয়ারেন্ট দাবি করেন। পরে ওয়ারেন্টে তল্লাশি করা হলে একটি আলমারিতে রাখা আলমারি থেকে মেয়েটিকে পাওয়া যায়। কাছেই দুজন লোক টিভি দেখছিল। কিন্তু তিনি পুলিশের কাছে জোর দিয়ে বলেন, মেয়েটি কীভাবে সেখানে পৌঁছেছে তা তিনি জানেন না। পুলিশ কর্মকর্তা ওয়াটসন বলেন, মেয়েটি কাঁদছিল। সে খুব ভয় পেয়েছিল। তার মেডিকেল চেকআপ করা হয়েছে। এরপর পুলিশ কিশোরীর আসল বাবার সঙ্গে দেখা করে। আইনি জটিলতার কারণে ওই কিশোরীর দায়িত্ব তার বাবার ছিল না। কিন্তু মেয়েটি তার বাবার সঙ্গেই থাকতে চাইছিল।
মেয়েটির মাকে সন্দেহ করা হচ্ছে। তদন্ত দলের সদস্য জানান, মেয়েটির নিখোঁজের পেছনে তার নিজের মায়ের হাত থাকতে পারে। ঘটনাটির তদন্ত শুরু হয়েছে। কীভাবে এই কাণ্ড ঘটল, মেয়েটি কী ভাবে অন্তঃসত্ত্বা হয়ে পড়ল, তাও খতিয়ে দেখা হচ্ছে।
আরও পড়ুন-'শ্মশানভূমি' তুরস্ক-সিরিয়া, গণকবর দিতে চলছে জঙ্গল সাফ