রাত পোহালেই নির্বাচন। ডেমোক্র্যাট দলের প্রেসিডেন্ট পদপ্রার্থী জো বাইডেনের ভাইস প্রেসিডেন্ট পদে বাজি কমলা হ্যারিস। ভারতীয় বংশোদ্ভূত কমলা হ্যারিসকে ভাইস প্রেসিডেন্ট পদের প্রার্থী ঘোষণা ভারত-মার্কিন সম্পর্কে ভারতকে বার্তা দেওয়া ও আমেরিকায় বসবাসরত ভারতীয়দের ভোট পেতে মোক্ষম চাল বাইডেনের। এ হেন কমলা ঠিক নির্বাচনের চূড়ান্ত পর্যায়ের আগে মহিলাদের পরামর্শ দিলেন, ব্রেকফাস্টে কিছু না খাওয়াই সবচেয়ে স্বাস্থ্যকর। কমলার এই পরামর্শে জোর বিতর্ক তৈরি হয়েছে।
৫৫ বছর বয়সি কমলার মা দক্ষিণ ভারতের মহিলা। বাবা জামাইকান কৃষ্ণাঙ্গ। এর আগে কমলা ট্যুইটারে জানিয়েছিলেন, ইডলি, সাম্বার ও টিক্কা হল তাঁর প্রিয় ভারতীয় খাবার। মার্কিন যুক্তরাষ্ট্রের ইতিহাসে কমলাই প্রথম ভারতীয় বংশোদ্ভূত কৃষ্ণাঙ্গ মহিলা, যিনি ভাইস প্রেসিডেন্ট পদের জন্য লড়াই করছেন। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তাঁকে কটাক্ষ করে বলেছিলেন, 'হরিবল হ্যারিস।'
ট্যুইটারে তাঁকে একজন জিগ্গেস করেছিল, কমলার প্রিয় ভারতীয় খাবার কী? কমলা উত্তরে জানান, দক্ষিণ ভারতের ক্ষেত্রে তাঁর সবচেয়ে পছন্দ সাম্বার ও ইডলি। উত্তর ভারতে যে কোনও টিক্কা।
এরপর এক মহিলা জিগ্গেস করেন, মহিলাদের জন্য কমলা খাওয়ার ব্যাপারে কী পরামর্শ দেবেন? কমলার উত্তর, 'আমি আপনাকে একটা কথাই বলব, না। কোনও ব্রেকফাস্ট নয়। এটাই স্বাস্থ্যকর ব্রেকফাস্ট। আমি ব্রেকফাস্ট করি না।'
একটি ভোট কী আদৌ কিছু তফাত্ গড়ে দেয়? এই প্রশ্নের উত্তরে কমলা বলেন, 'বহু জায়গা একটি বা দুটি ভোট গোটা নির্বাচনের মোড় ঘুরিয়ে দেয়। আপনার আওয়াজ দরকার। কারণ আপনার ওই সিদ্ধান্ত পুরোটাই আপনার বেঁচে থাকার সঙ্গে জড়িয়ে।'
প্রসঙ্গত, গত বছরের শেষ দিক পর্যন্ত ডেমোক্র্যাট দলে প্রেসিডেন্ট পদপ্রার্থী ছিলেন দুঁদে মার্কিন রাজনীতিবিদ কমলাই। জনপ্রিয়তায় পিছিয়ে রেস থেকে ছিটকে যান তিনি। পরে জো বাইডেন তাঁকে ভাইস প্রেসিডেন্ট পদপ্রার্থী হিসেবে ঘোষণা করায় ফের কমলা চলে আসেন সংবাদের শিরোনামে। জো বাইডেনের বয়স ৭৭। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বয়স ৭৪। সেখানে বয়সের নিরিখে ভাইস প্রেসিডেন্ট পদে অ্যাডভান্টেজ কমলা।