পৃথিবীর দিকে ঘুরে গিয়েছে মহাকাশের অন্যতম বিস্ময় ব্ল্যাকহোল। মহাকাশপ্রেমীদের কাছে আকর্ষণের কেন্দ্রবিন্দুতে থাকা এই ব্ল্যাকহোলই কিন্তু উদ্বেগ বাড়িয়েছে বিজ্ঞানীদের। জানা গিয়েছে, মহাকাশের PBC J2333.9-2343 নামের বিশাল একটি ব্ল্যাকহোল পৃথিবীর দিকে ঘুরে গিয়েছে। গবেষণায় দেখা গিয়েছে, এটি আদতে একটি রেডিও গ্যালাক্সি। মহাকাশের পরিবর্তনের সঙ্গে সঙ্গে এটিও নিজের পথ 90 ডিগ্রি পরিবর্তন করে বর্তমানে পৃথিবীর দিকেই মুখ করে রয়েছে। অর্থাৎ গ্যালাক্সিটি এবার 'ব্ল্যাজার' এ পরিণত হয়েছে। গবেষকরা জানাচ্ছেন, এই ধরনের ব্ল্যাজারগুলি অত্যন্ত উচ্চ-শক্তিসম্পন্ন হয়ে থাকে। মহাবিশ্বে এই ধরনের ঘটনা বিরল তো বটেই, অত্যন্ত ক্ষমতাসম্পন্নও। পৃথিবী থেকে প্রায় 657 মিলিয়ন আলোকবর্ষে দূরে রয়েছে এই ব্ল্যকহোল। উল্লেখ্য, মহাকাশে ব্ল্যাকহোল হল এমন একটি জায়গা যেখানে মাধ্যাকর্ষণ বল অত্যন্ত প্রবল থাকে। যেটা ভেদ করে কোনও কিছুই বেরিয়ে আসতে পারে না। তালিকায় রয়েছে আলো। যার তড়িৎচৌম্বকীয় বিকিরণও এই প্রবল আকর্ষণ বল ভেদ করে বেরিয়ে আসতে ব্যর্থ হয়। ব্ল্যাক হোলের কেন্দ্রে রয়েছে সিঙ্গুলারিটি। যা এক-মাত্রিক বিন্দু এবং সেখানে মাধ্যাকর্ষণ শক্তি অসীম। সেই মাধ্যাকর্ষণ টানের কারণে কিছুই ব্ল্যাকহোল থেকে কোনও কিছুই বেরিয়ে আসতে পারে না।