পাকিস্তানে ট্রেন দুর্ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে ৩০। আহত ৮০ জন। করাচি থেকে রাওয়ালপিন্ডিগামী হাজারা এক্সপ্রেস ট্রেনটি করাচি থেকে ২৭৫ কিলোমিটার দূরে সরহরি রেলওয়ে স্টেশনের কাছে নবাবশাহ জেলায় লাইনচ্যুত হয়। পাকিস্তান রেলমন্ত্রী সাদ রফিক সংবাদ মাধ্যমকে জানান, দুর্ঘটনায় ৩০ জন নিহত ও ৮০ জন আহত হয়েছেন। মন্ত্রী জানান, দুর্ঘটনার কারণ জানতে তদন্ত করা হবে। বেনজিরাবাদ বিভাগের কমিশনার আব্বাস বালোচও জানিয়েছেন, দুর্ঘটনায় ৩০ জন মারা গেছেন।