বাংলাদেশের ঝালকাঠি জেলায় যাত্রীবাহী বাস উল্টে পুকুরে পড়ে 17 জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন অন্তত 18 জন। শনিবার, 22 জুলাই সকাল সাড়ে 9 টার দিকে সদর উপজেলার ছত্রকান্দা এলাকায় খুলনা-ঝালকাঠি সড়কে এই দুর্ঘটনা ঘটে। পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা বলেন, ‘বাসার স্মৃতি’ নামের বাসটি শনিবার সকালে 65 জন যাত্রী নিয়ে পিরোজপুরের ভান্ডারিয়া থেকে বরিশালের দিকে যাচ্ছিল। পথে বরিশাল-খুলনা আঞ্চলিক মহাসড়কের ঝালকাঠি সদরের ধানসিঁড়ি ইউনিয়ন পরিষদসংলগ্ন একটি পুকুরে বাসটি পড়ে যায়। দুপুর সাড়ে ১২টায় শেষ খবর পাওয়া পর্যন্ত ঝালকাঠি সদর হাসপাতালে মোট 17 টি দেহ নিয়ে আসা হয়েছে। এর মধ্যে আটজন মহিলা, ছয়জন পুরুষ ও তিনটি শিশু।