বৈষম্যবিরোধী আন্দোলনের জেরে হাসিনা সরকারের পতনের পর বাংলাদেশে সংখ্যালঘু হিন্দুদের উপর অত্যাচার বেড়ে গিয়েছে বলে অভিযোগ উঠেছে। নোবেলজয়ী অর্থনীতিবিদ ডঃ মহম্মদ ইউনুসের নেতৃত্বে নতুন অন্তবর্তী সরকার শপথ নিলেও এই অবস্থার খুব একটা যে বদল হয়নি তার প্রমাণ ফের মিলল। চারিদিকে যেন ধ্বংসলীলা চালানো হয়েছে। হাসিনা সরকারের পতনের পর কিন্তু সংখ্যালঘু হিন্দুদের বাড়ি-ঘর, দোকান, ভাঙচুরের পাশাপাশি হিন্দুদের বেশ কয়েকটি বাড়িতে আগুন ধরিয়ে দেওয়ার অভিযোগও উঠেছিল। এমনকী রেয়াত করা হয়নি হিন্দুদের মন্দিরও।