আন্তর্জাতিক বাজার দখল করতে উঠে পড়ে নেমেছে চিন। যেকোনও উপায়ে বিশ্ব বাজার দখল পরলেই ব্যাস আর কে দেখে। এবার সেই পথেই অনেকটাই এগিয়ে গেল জিংপিন সরকার। মাত্র তিন মাসের মধ্যেই ভারতকে পিছনে ফেলল চিন। জ্বালানি তেলে গাড়ি চালানোর দিন কি তবে শেষ হয়ে আসছে? বিশ্বব্যাপী ইলেকট্রিক ব্যাটারি অর্থাৎ বিদ্যুৎ–চালিত গাড়ির ব্যবহার যে হারে বাড়ছে, তাতে প্রশ্নটির ঝটপট জবাব হচ্ছে, হ্যাঁ। দূষণ মুক্ত পৃথিবী গড়তে প্রত্যেক দেশই ইলেকট্রিক ব্যাটারির ওপর বেশি করে জোর দিচ্ছে। ভারতও সেই মতন চেষ্টা চালাচ্ছে। তবে পিছনে নেই অন্যান্য দেশও।