সুন্দর জানানো গোছানো একটি ছবির মতো শহর। কিন্তু শনিবার, সাতই সেপ্টেম্বর মাত্র কয়েক ঘণ্টার শক্তিশালী সাইক্লোনে কার্যত লণ্ডভণ্ড হয়ে গেল গোটা শহর। আমরা বলছি ভিয়েতনামের হ্যানয় শহরের কথা। এই হ্যানয় শহরে শনিবার, সাতই সেপ্টেম্বর আছড়ে পড়ে সুপার টাইফুন 'ইয়াগি'। এই সুপার টাইফুনের জেরে মৃত্যু হয়েছে কমপক্ষে ২০জনের। আহতের সংখ্যা একাধিক। ভিয়েতনামের রাজধানী হ্যানয়ের বিস্তীর্ণ অংশ কার্যত ছিন্নভিন্ন হয়ে গিয়েছে। ভেঙে পড়েছে অসংখ্য গাছ, ফাটল ধরেছে বাড়িতে। উপড়ে গিয়েছে বিদ্যুতের খুঁটি। এছাড়াও প্রবল ঝড়ে উড়ে গিয়েছে বাড়ির চালও। ভিয়েতনামের আবহাওয়া দপ্তর সূত্রে জানানো হয়েছে, রবিবার, আটই সেপ্টেম্বর ভোর 4টে নাগাদ দুর্বল হতে শুরু করে এই সুপার টাইফুন।