রাশিয়ায় গৃহযুদ্ধ চলছে। তারই মধ্যে বিদ্রোহীরা কপ্টারের সাহায্যে তেলের ডিপো বিস্ফোরণ ঘটানোর ভিডিয়ো সামনে এসেছে। তাতে দাউদাউ করে তেলের ডিপো জ্বলতে দেখা যাচ্ছে। জানা যাচ্ছে, রাশিয়ার সেনার বিরুদ্ধে যুদ্ধে নেমেছে সে দেশের আধা সামরিক বাহিনী। আর এই প্রতিবাদের পিছনে প্রধান কারণ কী জানেন? পুতিনকে রাশিয়ার প্রেসিডেন্টের চেয়ার থেকে সরানোর ডাক দিয়ে দেশের বিভিন্ন জায়গায় আক্রমণ চালাচ্ছে বিদ্রোহীরা। তাদের প্রদান লক্ষ্য হল দেশের সেনাবাহিনীকে হারানো ও পুতিনকে ক্ষমতা থেকে সরিয়ে দেওয়া। তারই মধ্যে বিদ্রোহীরা কপ্টারের সাহায্যে তেলের ডিপো বিস্ফোরণ ঘটায়। আর তাতে দাউদাউ করে আগুন জ্বলতে দেখা যায় ভিডিয়োতে। কিছুক্ষণের মধ্যে কালো ধোঁয়ায় ঢেকে যায় গোটা এলাকা।