সোনার কমোডের কথা শুনেছেন কখনও? হ্যাঁ, কমোড তাও আবার সোনার। আর এতটাই মূল্যবান যে দেখলে চোখ ধাঁধিয়ে যাবে। আর এইসব জিনিসের খবর চোরের কাছে থাকবে না হতে পারে কখনও। যেই না খবর পেয়েছে ব্যাস চুরি। আজ থেকে প্রায় 4 বছর আগে সোনার কমোড চুরি হয়ে গিয়েছিল। তবে শেষমেশ অভিযান চালিয়ে চোরকে হাতে নাতে পাকড়াও করে পুলিশ।