মিনিটে মিনিটে কম্পন। মাত্র 14 ঘণ্টার মধ্যে মোট আটশো বার ভূমিকম্পে কেঁপে উঠল আইসল্যান্ড। ভূমিকম্পের পরই আইসল্যান্ডে জারি করা হয়েছে জরুরি অবস্থা। এভাবে লাগাতার ভূমিকম্পের পরই আগ্নেয়গিরি সক্রিয় হয়ে উঠেছে। যেকোনও মুহূর্তে অগ্নুৎপাত হতে পারে। জানা গিয়েছে, শুক্রবার বিকেল থেকে আইসল্যান্ডে লাগাতার ভূমিকম্প শুরু হয় । 14 ঘণ্টায় কমপক্ষে আটশো বার ভূমিকম্প রেকর্ড হয়েছে আইসল্যান্ডের রেইকজেনেস উপদ্বীপে।