সরকারের ওপর থেকে আস্থা উঠে গিয়েছে। ফের রাজার শাসন চেয়ে গণবিক্ষোভে নেমেছে দেশবাসী! তাঁদের দাবি গণতন্ত্র নয়, হিন্দু রাজতন্ত্র চাই। আর তাই গণতান্ত্রিক সরকারের বিরুদ্ধে রাস্তায় নেমে প্রতিবাদ জানাচ্ছেন হাজার হাজার মানুষ। দেশের জাতীয় পতাকা হাতে নিয়ে পুরনো রাজা, পুরনো শাসনব্যবস্থা ফিরিয়ে আনার দাবি জানান তাঁরা। মানে এককথায় গোটা দেশ জুড়ে নৈরাজ্যের পরিস্থিতি তৈরি হয়েছে।