দশম দিনে পড়েছে ইজরায়েল ও ফিলিস্তিনি জঙ্গিদের মধ্যে যুদ্ধ। কিন্তু এতদিন পরও বিন্দুমাত্র কমেনি হামলার ঝাঁঝ। একে অন্যের বিরুদ্ধে এক ইঞ্চিও জমি ছাড়তে নারাজ কেউই। ইতিমধ্যেই ফিলিস্তিনি জঙ্গিদের পাশে দাঁড়িয়েছে লেবাননের সশস্ত্র হেজবোল্লা গোষ্ঠী। ইজরায়েলের দিকে ড্রোন ও রকেট হামলা চালাচ্ছে হেজবোল্লা জঙ্গিরা। এমনই অভিযোগ ইজরায়েল ডিফেন্স ফোর্সের। এই পরিস্থিতিতে বসে নেই ইজরায়েলেও। ফিলিস্তিনি জঙ্গিদের পাশাপাশি এবার লেবাননের হেজবোল্লা জঙ্গিদের বিরুদ্ধেও এয়ার স্ট্রাইক শুরু করেছে ইজরায়েলি এয়ার ফোর্স। হেজবোল্লা গোষ্ঠীর একটি ক্যাম্পে পিয়ারসিং বোমা ফেলা হচ্ছে। মাত্র কয়েক সেকেন্ডের এই ভিডিওতে দেখা যাচ্ছে নির্দিষ্ট লক্ষ্যমাত্রায় পিয়ারসিং বোমা ফেলার পর ভেঙে গুঁড়িয়ে গেল লেবাননের জঙ্গিগোষ্ঠী হেজবোল্লার সেই ক্যাম্প।