7 অক্টোবর। ফিলিস্তিনি হামলায় কেঁপে উঠেছিল ইজরায়েলের মাটি। কিছুটা হলেও কোণঠাসা হয়ে পড়েছিল ইজরায়েল। তবে ইজরায়েলের ঘুরে দাঁড়াতে যে খুব একটা বেশি সময় লেগেছিল, তা কিন্তু একেবারেই নয়। তাদের টার্গেট ছিল উত্তর গাজা। সেখানে লাগাতার আকাশ পথে হামলা চালিয়েছিল ইজরায়েল। এরপর ফাইনাল অ্যাসল্টের আগে কিছুটা হলেও ধীরে চলো নীতি নিয়েছিল ইজরায়েল। তারপর তেড়ে ফুড়ে স্থলপথেও হামলার ঝাঁঝ বাড়াতে শুরু করে ইজরায়েল। অবশেষে একমাসের বেশি সময় ধরে চলা যুদ্ধে বড় জয় পেল ইজরায়েল। এখন উত্তর গাজা ইজরায়েলের হাতে চলে এলো।