মা হওয়া যে কোনও মহিলার জীবনে সবচেয়ে বড় অনুভূতি। অনেক কষ্ট সহ্য করে একটি শিশুকে জন্ম দেয় মা। কিন্তু এমন এক ঘটনা কথা শোনাব যা শুনলে চমকে উঠবেন। এক মহিলা 17 বার প্রেগনেন্ট হয়েছেন। কিন্তু একবারও সন্তান জম্ন দিতে পারেননি। কিন্তু কেন হতে পারেননি জানেন? অফিস থেকে ছুটি পাওয়া এবং সরকারের কাছ থেকে মাতৃত্বকালীন ভাতা হাতানোর জন্য ফের মা হতে চেয়েছিলেন। কি শুনে আকাশ থেকে পড়লেন? একজন মহিলা সরকারের তরফ থেকে আর্থিক সুবিধা পেতে এক বার, দুবার নয় টানা 17 বার অন্তঃসত্ত্বা হওয়ার অভিনয় করেছেন। আর তাতেই বেশ শোরগল পড়ে গিয়েছে।