আমেরিকার প্রেসিডেন্ট নির্বাচন অন্য যে কোনও দেশের প্রেসিডেন্ট নির্বাচনের থেকে অনেকটাই আলাদা। এটা কমবেশি সকলেই জানেন। প্রেসিডেন্ট পদপ্রার্থী মূল দুজনের মধ্যে টিভিতে চলে বিতর্ক সভা। একে অন্যকে বিদেশনীতি থেকে শুরুকরে স্বাস্থ্য, পরিকাঠামো, অর্থনীতি সবকিছুতেই যাকে বলে চাছাছোলা ভাষায় আক্রমণ করেন। কার্যত কেউ কাউকে এক ইঞ্চিও জমি ছাড়তে চান না। এই বিতর্ক শোগুলি থেকে সহজেই অনুমান করা যায় কার দিকে পাল্লা ভারী। আমেরিকার আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনে এবারও জো বাইডেনকেই প্রার্থী করেছ ডেমোক্র্যাটরা।