লটারি আপনার ভাগ্যকে পাল্টে দিতে পারে। কিন্তু তারজন্য সেই লটারির উপর আপনাকে ভরসাটা রাখতে হবে। বন্ধুদের কথা শুনে মাত্র 82 টাকা দিয়ে লটারির টিকিট কেটেছিলেন ইয়ান্ডিয়েল ক্রুজ শ্যাভেজ। তিনি বিষয়টাকে খুব একটা পাত্তা দেননি। লটারি থেকে টাকা জেতা তাঁর কাছে অলীক কল্পনা ছিল মাত্র। টানা একমাস তিনি যে টাকার খনি সঙ্গে নিয়ে ঘুরছিলেন,সেটা বুঝতেই পারেননি। একমাস পর ওই টিকিটটা নিয়ে নাড়াঘাটা করতে করতে মিশিগানের ওই ব্যক্তি রাতারাতি কোটিপতি হয়ে গেলেন। একেই বলে ভাগ্যের ফের। তাঁর বাড়ি মিশিগানের ওয়াইমিং এলাকায়। মানিব্যাগে বাকি টাকার সঙ্গে এককোণে ওই টিকিটটা পড়ে ছিল। বুঝতেই পারছেন ওই ভাবে এক মাস টিকিট থাকলে সেটা তো দুমড়ে মুচড়ে যাবেই। যেহেতু তিনি টিকিটটা নিজের ইচ্ছায় কাটেননি।