তাঁদের দেশে বিপুল পরিমাণ লিথিয়ামের ভাণ্ডার রয়েছে। এই দাবি করেছে ইরান। ইরানের দাবি, 8.5 মিলিয়ন মেট্রিক টন লিথিয়াম ওরের ভাণ্ডার রয়েছে ইরানের হামিদান প্রদেশে। ইরানের শিল্প, বাণিজ্য ও খনি মন্ত্রকের এক শীর্ষ আধিকারিক জানান, দেশের হামিদান প্রদেশের পশ্চিম ভাগে এই 8.5 মিলিয়ন লিথিয়াম ওর ভাণ্ডারের সন্ধান মিলেছে। আরও লিথিয়াম ভাণ্ডারের সন্ধান মিলতে পারে বলেও খবর। দাবি সত্য প্রমাণ হলে ইরানের উপর মার্কিন খবরদারি কিছুটা হলেও কমবে বলেই মনে করছেন আন্তর্জাতিক বিশেষজ্ঞরা। কারণ কয়েক দশক ধরে ইরানের উপর ব্যাপক নিষেধাজ্ঞা বলবৎ রেখেছে আমেরিকা। জীবাশ্ম জ্বালানি ও ব্যাটারি তৈরির ক্ষেত্রে লিথিয়ামের ভূমিকা অপরিহার্য। আধুনিক যুগে বহুল প্রচলিত স্মার্টফোন থেকে শুরু করে বৈদ্যুতিক গাড়ির ব্যাটারি তৈরিতে এই লিথিয়ামের গুরুত্ব অপরিসীম। মূলত রিচার্জেবল ব্যাটারি নির্মাণে লাগে এই লিথিয়াম। উল্লেখ্য, দাবি প্রমাণ হলে এটাই হবে ইরানের প্রথম লিথিয়াম ভাণ্ডার। সূত্রের খবর, যদিও এখনই এই লিথিয়াম ভাণ্ডার থেকে উপকৃত হবে না ইরান। কমপক্ষে চার বছর সময় লাগবে এই লিথিয়ামের ভাণ্ডারটিকে প্রস্তুত করতে। হামিদান প্রদেশের ওই এলাকায় 5-6 বর্গ কিলোমিটার এলাকাজুড়ে এই লিথিয়ামের ভাণ্ডার রয়েছে বলে মনে করা হচ্ছে।