বহু দিন ধরে আশঙ্কা অবশেষে সত্যি হল। অস্ট্রেলিয়ার আকাশ থেকে ধেয়ে এলো উল্কা। ভাবতে পারছেন বিষয়টা। যদি এই উল্কার আকার খুব একটা বেশি নয়। মাত্র 10 সেন্টিমিটার। কিন্তু উল্কার আকার সাধারণত অনেক বড় হয়। ধরুন এক একটা উল্কার আকার প্রায় বাসের সমান হয়। সেই রকম একটা উল্কা যদি ভেঙে পড়ত, তাহলে আমি আপনি কেউই এই খবরটা দেখার জন্য বেঁচে থাকতে পারতাম না। অস্ট্রেলিয়ার কুইন্সল্যান্ডে এই ঘটনাটি ঘটেছে। ঘটনাটি ঘটার সময় আকাশে সবুজ আভা দেখা যায়। রাতের বেলায় আকাশ একেবারে আলোকিত হয়ে ওঠে। একটি জ্বলন্ত বস্তুকে দ্রুতগতিতে ভূপৃষ্ঠের দিকে নেমে আসতে দেখেন সেখানকার মানুষজন। তারপর তাঁরা বুঝতে পারে, ওটি একটি উল্কা। অনেকেই ওই জ্বলন্ত উল্কার ছবি তুলতে ব্যস্ত হয়ে পড়েন। সেই ভিডিওতেই দেখা গেছে একটা পার্কিং জোন। রাতে অনেক গাড়ি দাঁড়িয়ে। আচমকা আকাশ সবুজ কমলা হয়ে ওঠে। দেখে মনে হল যেন কেউ জাদু করে আকাশে আলো জ্বেলে দিল। অন্য একটি ভিডিওতে দেখা গেছে, দ্রুত গতিতে জ্বলন্ত একটা বস্তু পৃথিবীর দিকে নেমে আসছে। এই উল্কাপাত দেখে রীতিমতো হতবাক স্থানীয় বাসিন্দারাও।