বাঙালি চা প্রিয়। এই তা প্রীতির কথা সর্বজনবিদিত। এরাজ্যের উত্তরের দার্জিলিং বা উত্তর-পূর্বের আসামের চায়ের রমরমা বিশ্বজুড়ে। তবে জানেন কি সবচেয়ে দামি চা কোথায় পাওয়া যায়? সেই চায়ের দাম কত? দাম শুনলে চোখ কপালে উঠবে। সেই চায়ের দাম দেখা যাচ্ছে হিরের চেয়েও দামি!