তিন দিনের আমেরিকা সফল হয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। মার্কিন কংগ্রেসের যৌথ অধিবেশনে বক্তৃতা দেওয়ার জন্য মোদিকে আমন্ত্রণ জানিয়েছেন বাইডেন সরকার। সেখানেই বক্তৃতা করার সময় মোদী বলেন, “আমি যখন প্রধানমন্ত্রী হিসেবে প্রথম আমেরিকায় এসেছিলাম, তখন বিশ্বে ভারতের অর্থনীতি ছিল দশম স্থানে। আজ ভারত পঞ্চম স্থানে দাঁড়িয়ে। খুব শীঘ্রই ভারত তৃতীয় বৃহত্তম অর্থনীতির দেশে পরিণত হবে। ভারতের যখন উন্নতি হয়, তখন সারা বিশ্বের উন্নতি হয়।” পাশাপাশি প্রধানমন্ত্রীর আরও সংযোজন, “আমেরিকার সঙ্গে দীর্ঘ পথ অতিক্রম করে ভারত বন্ধুত্বের পরীক্ষায় সফল হয়েছে। আরও গভীর হয়েছে ভারত এবং আমেরিকার মধ্যে বন্ধুত্ব। এআই-এর যুগে, এটি আরও একটি এআই।”