মহাকাশ নিয়ে আমাদের কৌতূহলের শেষ নেই। বিশেষত চাঁদ নিয়ে জানতে নিরন্তর গবেষণা চালাচ্ছেন বিশেষজ্ঞরা। এবার চাঁদের মাটি থেকে অক্সিজেনসহ জীবনদায়ী রাসায়নিকের খোঁজ পেয়েছে নাসা। নাসা বলছে যে চাঁদকে বাতাসহীন বলে মনে হত, সেখানে অক্সিজেন রয়েছে। বিজ্ঞানীরা চাঁদের মাটি থেকে বেশ কিছু উপাদান খুঁজে পেয়েছেন, যেগুলো জীবন ধারণকারী উপাদান। বেশ লম্বা সময় ধরে এই নিয়ে চলছিল খোঁজ। বিজ্ঞানীরা একটা খোলামেলা জায়গায় চাঁদের কৃত্রিম মাটি থেকে অক্সিজেন বের করেন। যা চাঁদের সম্পদ নিয়ে গবেষণার রাস্তাটা আরও অনেক খুলে দিল বলাই চলে। বিজ্ঞানীদের মতে, এই অক্সিজেন যে শুধুমাত্র নিঃশ্বাস নিতে সাহায্য করবে এমনটা নয়। বরং পরিবহনের জ্বালানি হিসাবেও ব্যবহার করা সম্ভব হবে। যে নির্যাসটি বেরিয়েছে, সেটি কার্বোথার্মাল রিডাকশন ডেমোনস্ট্রেশনের অংশ। যা চাঁদের পরিবেশ থেকে মিলেছে। বিশেষ একটি গোলাকার চেম্বার তৈরি করে একটা কৃত্রিম পরিবেশ তৈরি করেন বিজ্ঞানীরা। যে চেম্বারকে বলা হচ্ছে Dirty Thermal Vacuum Chamber। যার ব্যাস 15 ফুট। নাসার তৈরি করা কার্বোথার্মাল চুল্লির মধ্যে চাঁদের মাটি গলানো হয়। লুনার সয়েল একটি বিশেষ কায়দায় তৈরি করা গুঁড়ো গুঁড়ো মাটি তৈরি করা হয়েছে। সেখান থেকেই অক্সিজেন বের করা হয়। কার্বোথার্মাল চুল্লিতে চাঁদের মাটি উত্তপ্ত হয়। তারপর মাস স্পেকট্রোমিটার অবজারভিং লুনার অপারেশনস ডিভাইসে কার্বন মনোক্সাইড শনাক্ত হয়। প্রসঙ্গত এই প্রথম বায়শূন্য পরিবেশে ওই মাটি থেকে অক্সিজেন খুঁজে বের করেছেন গবেষকরা। অন্যদিকে নাসার আর্টেমিস মিশনে চাঁদে নভোশ্চর পাঠানোর প্রস্তুতিও হচ্ছে।